পুরোনো প্রেম নিয়ে বিপাকে নাঈম-শবনম!
বিনোদন ডেস্ক :নাঈম ও শবনম হেসে-খেলে দারুণ সুখে সংসারজীবন কাটাচ্ছেন। তাদের বিবাহ বার্ষিকীর দিন কিছুটা একান্ত সময় পার করার পর নাঈম দুষ্টুমির ছলে স্ত্রী শবনমকে অভিনব একটি খেলার আমন্ত্রণ জানায়। খেলাটির নাম প্রশ্ন-উত্তর খেলা।
এক পর্যায়ে নাঈম প্রশ্ন করেন শবনমের পুরোনো প্রেমের কথা। সরল মনে উত্তর দেন শবনম। স্বামীকে বলেন, তার জীবনে এমন একজন মানুষ ছিল যাকে সে সত্যিকারের ভালোবাসত এবং সেই প্রথম পুরুষ যে তাকে ছুঁয়েছিল! তারপর থেকেই তাদের মধ্যে নানারকম সমস্যা শুরু হয়। তবে এটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়, ‘সহজ স্বীকারোক্তি’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পে এমন দৃশ্য দেখা যাবে।
এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম ও শবনম ফারিয়া। এছাড়াও এতে অভিনয় করেছেন অন্তরা আজীম। নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্র চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রিয়াদ তালুকদার।
এ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, ‘গল্পটি খুব চেনা। যা বেশির ভাগ মানুষের সঙ্গেই মিলে যাবে। যদিও এই চেনা গল্পগুলো নিয়ে আমাদের এখানে খুব বেশি কাজ করা হয় না। কারণ বিষয়টি বেশ স্পর্শকারতর। এর চিত্রনাট্য, নির্মাণ এবং গল্প আমার বেশ ভালো লেগেছে।’
এফএস নাঈম ও শবনম ফারিয়া বেশ কিছু নাটকে অভিনয় করলেও এটাই দু’জনার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি খুব শিগগির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা যায়।