জেলে না গেলে নির্বাচনে অংশ নিতে পারবেন পুজেমন
আন্তর্জাতিক ডেস্ক :স্পেনের পররাষ্ট্রমন্ত্রী তার সরকারের অবস্থান পুনরায় তুলে ধরে বলেছেন, কাতালোনিয়ার বরখাস্ত হওয়া নেতা কার্লোস পুজেমন ডিসেম্বরের নতুন নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে যদি তিনি জেলে না যান।
এদিকে পুজেমনসহ স্বাধীনতাপন্থি নেতাদের বিরুদ্ধে স্পেনের আইন লঙ্ঘনের অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছেন দেশটির প্রধান প্রসিকিউটর।
সোমবার নাগাদ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হতে পারে। কারণ কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা এবং স্পেন সরকারের পাল্টা ব্যবস্থা হিসেবে পুজেমনকে বরখাস্ত ও স্বায়ত্বশাসন স্থগিত করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার পর সোমবারই দেশটির প্রথম কর্মদিবস।
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে কাতালোনিয়ার দায়িত্ব উপপ্রধানমন্ত্রী সোরায়া সায়েনজ দে সান্তামারিয়ার কাছে হস্তান্তর করেছেন। সেখানকার পুলিশ প্রধানের দায়িত্ব নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইগনাতিও জইদো।
যদিও পুজেমন বলেছেন, স্পেন সরকারের বরখাস্তের আদেশ তিনি মানেন না। তবে তাকে বরখাস্ত করা হলেও তার রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া হয়নি।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলফনসো দাসতিস, পুজেমন চাইলে ডিসেম্বরের নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু সেটা অবশ্যই যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে দণ্ডিত না হন।
এদিকে স্পেনের একতার দাবিতে কাতালান রাজধানী বার্সেলোনায় রবিবার বিশাল মিছিল হয়। ওই মিছিলে জইদো বলেন, আমরা কাতালোনিয়ার স্বায়ত্বশাসন কেড়ে নিচ্ছি না। বরং বাস্তবে আমরা সেটার পুনঃপ্রতিষ্ঠা করছি।
তিনি কাতালোনিয়ার সব পুলিশ কর্মকর্তাকে ওই অঞ্চলে শুরু হতে যাওয়া ‘নতুন যুগের’ প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।
কাতালোনিয়ার সব পুলিশ স্টেশন থেকে পুজেমনের ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়ছেন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। সূত্র: বিবিসি