উখিয়ায় পৌঁছেছেন খালেদা জিয়া : ৩৬ ট্রাক ত্রাণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর
নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিয়ানমারের নিপীড়নে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও তাদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য কক্সবাজারের উখিয়ায় পৌঁছেছেন । সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে যাত্রা করে দুপুর সাড়ে ১২টার দিকে তার গাড়িবহর উখিয়াতে পৌঁছায়।
এরপর খালেদা জিয়ার পক্ষ থেকে ৩৬ ট্রাক ত্রাণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বিএনপি নেতারা জানিয়েছেন, বাকি ৯ ট্রাক ত্রাণ বিএনপি চেয়ারপারসন তিনটি স্পট- পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা, হাকিমপাড়া ও বালুখালীতে নিজে বিতরণ করবেন। তিনি দুই হাজার ১০০ রোহিঙ্গার মাঝে বিতরণ করবেন।
কক্সবাজার সার্কিট হাউজ থেকে উখিয়ায় যাওয়ার পথে বিপুলসংখ্যক নেতাকর্মী খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।
সবশেষ তিনি উখিয়ার পানবাজার এলাকায় র্যাব পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে যাত্রা শেষ করবেন বলে জানা গেছে।
এর আগে গত শনিবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সহায়তা উপলক্ষ্যে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
পথে ফেনী ও চট্টগ্রামে মিরসরাইয়ে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন। বেশ কিছু গাড়ি ভাংচুর করা হয়।
শনিবার রাত ১০টার দিকে খালেদা জিয়া চট্টগ্রামে পৌঁছান। সেখানে সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। এরপর রোববার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। রাতে তিনি কক্সবাজার সার্কিট হাউসে পৌঁছান। সেখানেই খালেদা জিয়া রাত্রিযাপন করেন।