রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় পৌঁছেছেন খালেদা জিয়া : ৩৬ ট্রাক ত্রাণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর

news-image

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিয়ানমারের নিপীড়নে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও তাদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য কক্সবাজারের উখিয়ায় পৌঁছেছেন । সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে যাত্রা করে দুপুর সাড়ে ১২টার দিকে তার গাড়িবহর উখিয়াতে পৌঁছায়।

এরপর খালেদা জিয়ার পক্ষ থেকে ৩৬ ট্রাক ত্রাণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বিএনপি নেতারা জানিয়েছেন, বাকি ৯ ট্রাক ত্রাণ বিএনপি চেয়ারপারসন তিনটি স্পট- পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা, হাকিমপাড়া ও বালুখালীতে নিজে বিতরণ করবেন। তিনি দুই হাজার ১০০ রোহিঙ্গার মাঝে বিতরণ করবেন।
কক্সবাজার সার্কিট হাউজ থেকে উখিয়ায় যাওয়ার পথে বিপুলসংখ্যক নেতাকর্মী খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।
সবশেষ তিনি উখিয়ার পানবাজার এলাকায় র‍্যাব পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে যাত্রা শেষ করবেন বলে জানা গেছে।

এর আগে গত শনিবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সহায়তা উপলক্ষ্যে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

পথে ফেনী ও চট্টগ্রামে মিরসরাইয়ে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন। বেশ কিছু গাড়ি ভাংচুর করা হয়।

শনিবার রাত ১০টার দিকে খালেদা জিয়া চট্টগ্রামে পৌঁছান। সেখানে সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। এরপর রোববার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। রাতে তিনি কক্সবাজার সার্কিট হাউসে পৌঁছান। সেখানেই খালেদা জিয়া রাত্রিযাপন করেন।

এ জাতীয় আরও খবর

মা হলেন স্বাগতা

আ. লীগ ও রোহিঙ্গা ইস্যুতে বিবিসিকে যা বললেন ড. ইউনূস

কেউই চায় না দুর্নীতি বন্ধ হোক: জ্বালানি উপদেষ্টা

মমতার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশি হাইকমিশনার

প্রধানমন্ত্রীত্ব ঠিক হলে কি দেশে ফিরবেন তারেক রহমান: হান্নান মাসুদ

ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

ডেঙ্গু নিয়ে এক দিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি

ছাত্রদল নেতার ছাত্রত্ব শেষ, তবুও দখলে তিন সিটের কক্ষ

কালো টাকা সাদা করার সুবিধা তুলে দেওয়ার পক্ষে পরিকল্পনা উপদেষ্টা

হলে থেকেই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ঢামেক শিক্ষার্থীরা

নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ হলে স্বৈরাচার আরও পাকাপোক্ত হবে: বদিউল মজুমদার

আপত্তিকর ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের ডিসি ওএসডি