বিজয়নগরে জে এস সি , জে ডি সি পরীক্ষার্থীর সংখ্যা ৩৮৮০ জন
বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জে এস সি , জে ডি সি পরীক্ষার্থীর সংখ্যা মোট ৩৮৮০ জন।
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ২০১৭ সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার জন্য প্রশাসনিক ভাবে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট কৃর্তপক্ষ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৭ সালে জেএসসি এবং জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে সর্বমোট ৩৮৮০জন পরীক্ষার্থী । এরই মধ্যে জেএসসি পরীক্ষার্থী রয়েছে ৩৩১৩ জন । আর জেডিসি পরীক্ষার্থী ৫৬৭ জন। এবছর বিজয়নগরে ৬টি কেন্দ্রে জেএসসি এবং জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫টি কেন্দ্রে জেএসসি এবং ১টি কেন্দ্রে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।