শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগরে হিন্দু বাড়িঘর ও মন্দিরে তান্ডবের এক বছর মামলার তদন্ত চলছে

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আজ ৩০ অক্টোবর। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর, মন্দিরে হামলা ও ভাংচুরের এক বছর। নাসিরনগরের হরিনবেড় গ্রামের রস রাজের নিজস্ব ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরিফের ছবি বিকৃতির ঘটনাকে কেন্দ্র করে গত বছরের ৩০ অক্টোবর এ তান্ডব চালানো হয়। ভাংচুর হয় অন্তত ১২টি মন্দির ও শতাধিক হিন্দু বাড়ি-ঘর। ভাংচুর ও পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় ৮টি পৃথক মামলা হয়। পুলিশ এ ঘটনায় হরিপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা দেওয়ান আতিকুর রহমান আঁখিসহ ১২২ জনকে গ্রেফতার করে। অথচ এক বছরেও সে ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত শেষ হয় নি। পুলিশ এখনো চার্জসীট দিতে পারে নি। পুলিশ বলছে, মামলার তদন্তের ৮০ ভাগ শেষ হয়েছে। খুই শীঘ্রই আদালতে দেয়া হবে অভিযোগপত্র। নাসিরনগরে হিন্দু বাড়িঘর ও মন্দির ভাংঙ্গার পর গত বছরে পর্যায়ক্রমে বেশ কয়েকটি হিন্দু বাড়ি ঘরে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ঘটনায় ৫টি ও ভাংচুরের ঘটনায় ২টি এবং সর্বোপরী এসব ঘটনায় মোট ৮টি পৃথক মামলা হয়।
নাসিরনগর ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠে সরকার দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। জেলা ও নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের চরম দ্বন্ধের বিষয়টি ও প্রকাশ পায় এ ঘটনার মধ্যে দিয়ে। জেলা আওয়ামীলীগ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক আবুল হাশেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ফারুক মিয়া ও চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে বহিস্কার করে। অন্যদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠে জেলা আওয়ামীলীগের মনোনয়নে হরিপুর ইউপি’র চেয়ারম্যান নির্বাচিত হওয়া দেওয়ান আতিকুর রহমান আখির বিরুদ্ধে। ফেস বুকে ছবি পোষ্ট দেয়া নিয়ে হিন্দু বাড়ি ঘর ও মন্দির ভাংচুর করা হয়। দেশ বিদেশে প্রবল ভাবে নাড়া দেয় এ ঘটনা। বিশ্ব মিডিয়ার প্রচারে ঠায় পায়। রসরাজের ফেসবুক থেকে পবিত্র কাবা শরীফের ব্যঙ্গ চিত্রের ঘটনায় ২৯ অক্টোবরই তাকে গ্রেফতার করা হয়। এরপরপর তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা রজু করা হয় তার বিরুদ্ধে। পুলিশ জানায়, নিজের ঘরে বসেই ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবিটি পোষ্ট করে রসরাজ দাশ। পুলিশের করা মামলায় তার সেই স্বীকারোক্তি আছে। ওইদিনই তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। বর্তমানে সে এ মামলায় জামনে রয়েছেন। নাসিরনগর থানার এসআই মোঃ কাউছার হুসাইন বাদী হয়ে এ মামলাটি করেন। গত বছরের ঘটনা প্রসঙ্গে নাসিরনগরের সুজিত চক্রবর্তী জানান, আমাদের ভ্রার্তত্ববোধ ফিরে এসেছে। ঘটনার মাস খানেকের মধ্যেই মন্দিরগুলো সংস্কার করা হয়েছে। রসরাজের বড় ভাই দয়াময় দাস বলেন, এক বছর অতিবাহিত হচ্ছে, হিন্দু-মুসলমান মিলে মিশে আছি।
রসরাসের আইনজীবী নাসির মিয়া বলেন, তদন্ত প্রতিবদন আদালতে উপস্থাপন না করায় নাসিরনগরের ঘটনার বিচার শুরু করা যাচ্ছে না।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর জানান, এ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ন মামলা। প্রয়োজনীয ডকুমেন্ট সংগ্রহ ও ভিডিও ফুটেজ দেখে এর তদন্ত কার্যক্রম চলছে। এর তদন্ত শেষ পর্যায়ে। এখন পর্যন্ত ৮০ ভাগ তদন্ত শেষ হয়েছে। খুব শীগ্রই অভিযোগ পত্র দাখিল করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডিম-পেঁয়াজ-আলুর দাম কমেছে: বাণিজ্য মন্ত্রণালয়

স্বামী হিসেবে শাহরুখ কেমন জানালেন গৌরী

মানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির আদর্শ: আমীরে জামায়াত

সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে: উপদেষ্টা নাহিদ

কেন ক্ষমতা ছেড়ে এক মিনিটও থাকতে পারলো না আ. লীগ

শান্তিতে নোবেল জয়ে নিহন হিডাঙ্কিওকে অভিনন্দন জানাল ড. ইউনূস

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বহাল রাখতে পারে বাংলাদেশ

পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ

ডিমের দাম বৃদ্ধি, সেটা কারসাজি: উপদেষ্টা ফরিদা আখতার

‘সার্বভৌমত্ব রক্ষা’ করতে প্রস্তুত ইরান

ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিলে কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

শান্তিতে নোবেল জিতলো জাপানি সংস্থা নিহন হিডানকিও