উখিয়ায় আজ রোহিঙ্গাদের ত্রাণ দেবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার চারটি রোহিঙ্গা ক্যাম্পে আজ সোমবার ত্রাণ দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১১টা থেকে তার ত্রাণ দেওয়ার কথা। এজন্য রবিবার (২৯ অক্টোবর) রাতে কক্সবাজারে পৌঁছেছেন তিনি।
বিএনপির বিভিন্ন সূত্র জানায়, সরাসরি রোহিঙ্গাদের হাতে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। তাই হাতে হাতে ত্রাণ দেওয়ার সুযোগ নেই খালেদা জিয়ার। এক্ষেত্রে ক্যাম্পের দায়িত্বশীল কর্তৃপক্ষ সেনাবাহিনীর কাছেই সব ত্রাণ হস্তান্তর করতে হবে। তবে খালেদা জিয়া বিএনপিপন্থী চিকিৎকদের সংগঠন ড্যাবের মেডিক্যাল টিম উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি রোহিঙ্গা ক্যাম্পে কিছু ঘর পরিদর্শন করতে পারেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার সকালে কক্সবাজার সার্কিট হাউজ থেকে উখিয়ায় রওনা হবেন ম্যাডাম। সেখান চারটি ক্যাম্পে যাবেন তিনি। এসময় তার সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।’
শায়রুল আরও জানান, ত্রাণ বিরতণের স্থানগুলো হলো— বালুখালী-১, বালুখালী-২, হাকিমপাড়া ও ময়নারগুনা। এদিন সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিনি সেখানে থাকবেন।
এদিকে, সন্তানসম্ভবা রোহিঙ্গা নারীদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করবেন খালেদা জিয়া। তার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য দিয়ে বলেন, ‘পাঁচ হাজার সন্তানসম্ভবা রোহিঙ্গা নারীকে প্রয়োজনীয় সামগ্রী ও পাঁচ হাজার শিশুর মাঝে শিশুখাদ্য বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন।’
শায়রুল জানান, খালেদা জিয়ার যাওয়ার আগে উখিয়ায় অবস্থানরত বিএনপি নেতারা সেনা ক্যাম্পে ৪৫ ট্রাক ত্রাণ সামগ্রী হস্তান্তর করবেন। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান জানান, রোহিঙ্গা ক্যাম্পে গাড়িবহর নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। অল্প সংখ্যক গাড়ি নিয়ে ম্যাডাম সেখানে যাবেন।
প্রসঙ্গত, সোমবার রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ দিয়ে কক্সবাজারে বিশ্রাম নিয়ে এদিন বিকালে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। এরপর এদিন রাতে চট্টগ্রামে অবস্থান করে পরদিন মঙ্গলবারে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তবে দুপুরে ফেনীতে যাত্রাবিরতি করবেন।