এগিয়ে গিয়েও হারল রিয়াল
স্পোর্টস ডেস্ক :শুরুতে এগিয়ে গিয়েও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। কাতালান ক্লাব জিরোনার মাঠে ২-১ গোলে হেরে গেছে জিনেদিন জিদানের দল।
লা লিগায় এই হারে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে তারা এগিয়ে থাকল ৮ পয়েন্ট।
রোববার জিরোনার মাঠে ম্যাচের দ্বাদশ মিনিটেই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। গোল করে অতিথিদের লিড এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার ইসকো। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরে জিরোনা। স্বাগতিকরা ৫ মিনিটেই মধ্যে করে দুই গোল! ৫৪ মিনিটে গোল করে সমতা ফেরান ক্রিস স্টুয়ানি। ৫৮ মিনিটে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন পোর্তো।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।