হারের বৃত্তে রিয়াল
স্পোর্টস ডেস্ক : এমনিতে স্পেনে কাতালোনিয়া স্বাধীনতার প্রশ্নে রাজনীতিকভাবে দেশটিতে উত্তাপ বিরাজ করছে। এমন উত্তেজনার মধ্যেই রিয়াল গিয়েছিল খেলতে কাতালান দল জিরানোর বিপক্ষে। এমন পরিস্থিতির মধ্যে আবার রিয়াল ভক্তদের জন্য দুঃসংবাদ হলো। তাদের মত পুচঁকে দলটির বিপক্ষে হারতে হয়েছে ২-১ গোলে। লা লীগার বর্তমান চ্যাম্পিয়নরা এই হারে শিরোপা ধরে রাখার দৌড়ে ভালোভাবেই পিছিয়ে গেল।
রবিবার ম্যাচে হারের কারণে শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল। ১০ ম্যাচে ২০পয়েন্ট নিয়ে টেবিলে তিনে অবস্থান রিয়ালের।এতে শীর্ষে থাকা বার্সার সাথে পয়েন্ট ব্যবধান ৮ দাড়ালো। বার্সেলোনা ২৮ পয়েন্টে এক নম্বরে। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভ্যালেন্সিয়া, রিয়ালের সমান পয়েন্ট নিয়েও গোলব্যবধানে পিছিয়ে থেকে চার নম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদ।
প্রথমার্ধ এগিয়ে যায় রিয়াল। ১২ মিনিটে ইসকোর গোলে স্বস্তিতে প্রথমার্ধ শেষ করে তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে হঠাৎ করে জিরোনার দর্শকদের উল্লাসে মাতান ক্রিস্টিয়ান স্টুয়ানি। ৫৪ মিনিটে স্বাগতিকরা ফেরায় সমতা। রিয়াল আরও নিস্তব্ধ হয়ে যায় চার মিনিট পর। ৮৭ বছরের ক্লাব ইতিহাসে বিশাল অর্জনের পথে একধাপ এগিয়ে যায় জিরোনা। ৫৮ মিনিটে পোর্তুর ওই গোলে রচনা হয় তাদের ঐতিহাসিক জয়।
লা লিগার এই মৌসুমে রিয়ালের এটি দ্বিতীয় হার। গত মাসে রিয়াল বেতিসের বিপক্ষে নিজ মাঠে ১-০ গোলে হেরেছিল জিনেদিন জিদানের দল।