লাহোরে আমির তাণ্ডব: হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে সন্ত্রাসী হামলায় রক্ত ঝরেছিল শ্রীলঙ্কান ক্রিকেটারদের। এরপর থেকে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ। অবশেষে ৮ বছর পর সেই শ্রীলঙ্কান দলই পাকিস্তানে। বন্ধুত্বের অসাধারণ উদাহরণ বটে!
রবিবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হলো পাকিস্তান- শ্রীলঙ্কার শেষ টে-টোয়েন্টি ম্যাচ। যেটা ৩৬ রানে জিতে তিন ম্যাচ সিরিজে লঙ্কানদের হোয়াইট ওয়াশ করলো পাকিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আমিরাতে। সেখানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও লঙ্কানদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তান।
লাহোরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার তিন উইকেটে ১৮০ রান তুলে পাকিস্তান। শোয়েব মালিক ২৪ বলে ৫১ রান করেন। এছাড়া উমর আমিন ৪৫ করেন। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৪ রান করতে সামার্থ্য হয় সফরকারী শ্রীলঙ্কা। শানাকা ৫৪ রান করেন। পাকিস্তানের পক্ষে পেসার মোহাম্মদ আমির মাত্র ১৩ রানে ৪ উইকেট নেন। এছাড়া ফাহিম আশরাফ ১৯ রান দিয়ে ২ উইকেট নেন।