খালেদার কক্সবাজার সফর নিয়ে নানা প্রশ্ন!
নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কক্সবাজার গিয়েছেন।রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য তিনি কক্সবাজার গেছেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। তবে হঠাৎ করে খালেদা কেন এমন সফরের উদ্যোগ নিয়েছে? জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে। শুধু জনমনে নয়, খালেদার সফর নিয়ে ক্ষমতাশীন আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিভিন্ন সভা-সমাবেশে প্রকাশের নানা প্রশ্ন তুলতে দেখা গেছে। অপর দিকে বিএনপির শীর্ষ নেতাদের অভিযোগ, বিএনপি প্রধানের সফরকে বানচাল করেতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামী লীগ।
গত ২৫ আগস্ট থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসছেন রোহিঙ্গারা। এখন পর্যন্ত কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।ইতোমধ্যে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির শীর্ষ নেতারা। রোহিঙ্গা ইস্যু সৃস্টি হওয়ার পর থেকে একাধিকবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কক্সবাজার সফরে গেছেন। সেই সময় তিনি রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। এছাড়াও সরকারের উদ্যোগে রোহিঙ্গাদের জন্য ক্যাম্প নির্মাণ করে দেয়া হয়েছে।
অপরদিকে, শুধু আওয়ামী লীগই নয়, রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য থাকাকালীন সময়ে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর কক্সবাজার সফর করেন। এ সময় তিনি রোঙ্গিতাদের মধ্যে ত্রাণও বিতরণ করেছেন।
সূত্রমতে, মীর্জা ফখরুল ইসলাম কক্সবাজার থেকে আসার পর দলীয় শীর্ষ নেতাদের নিয়ে একাধিক বৈঠক করেছেন। এক পর্যায়ে বিএনপি প্রধান খালেদা জিয়া হঠাৎ করে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার পরদিন তিন আদালতে হাজিরা দেন। এছাড়াও স্থানীয় কমিটির সদস্যদের বৈঠকে বসার আহ্বান জানান। খালেদার আহ্বানে স্থানীয় কমিটির সদস্যরা বৈঠকও করেন। ওই বৈঠকে খালেদা নিজেই উপস্থিত ছিলেন। সেই সময় কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
তবে বিএনপি প্রধান আকাশ পথে না গিয়ে কেন সড়ক পথে কক্সবাজার যাচ্ছেন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছেন অনেকেই। এমনকি খালেদার সফর নিয়ে আওয়ামী লীগ নেতারা বিভিন্ন প্রশ্নও করে বসেন। তাদের মতে, বিএনপির চেয়ারপারসেন বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের নাম নিয়ে ভোট চাইতে কক্সবাজার যাচ্ছেন। তাই তিনি আকাশ পথে না গিয়ে সড়ক পথে সেখানে গেছেন।
এছাড়াও জনগণকে ভোগান্তি দিতে এবং গণমাধ্যমের মাধ্যমে আলোচনায় আসার জন্যই তিনি সড়ক পথে কক্সবাজার সফর করছেন।এমনকি দেশবাসীর নজর বিএনপির দিকে নেয়ার জন্য খালেদার সফর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।
গতকাল শনিবার সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,দেশের মানুষ বেগম খালেদা জিয়ার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। রোহিঙ্গাদের নিয়ে উনি মানবতা দেখাচ্ছেন না, রাজনীতি করছেন। কক্সবাজার যাওয়া শত গাড়ির তেলের টাকা দিয়ে রোহিঙ্গাদের সাহায্য করা যেত। তিনি কেন বিমান বা হেলিকপ্টারে গেলেন না?
এছাড়া রবিবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কারণে সৃষ্ট যানজটে ত্রাণবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার নামে ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম সড়ক ৭ দিনের জন্য অচল করে দিয়েছেন। এত গাড়ি, যানজটে মহাসড়ক অচল হয়ে গেছে।
তিনি বলেন, ত্রাণের গাড়ি কই? আপনি কত ত্রাণ দিবেন? অথচ আপনার কারণে শত শত ত্রাণের গাড়ি যেতে পারছে না। এটা কোনো দায়িত্বশীলতার পরিচয়, সেটা আমি জানতে চাই।
এদিকে, রবিবার সকালে চট্টগ্রামে বিএনপির মহা সচিব মীর্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ অথবা যুব লীগের ক্যাডার।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখন পর্যন্ত পত্রিকায় দেখলাম, ছবিতে দেখলাম, এরা চিহ্নিত। খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে, এরা সরকারি দল আওয়ামী লীগ, ছাত্রলীগ অথবা যুব লীগের ক্যাডার। ছাত্রলীগ-যুব লীগের ক্যাডাররা যে এটা করেছে, এটা পত্র-পত্রিকায় এসে গেছে। তাদের আইডেনটিটি এসে গেছে।’ এসময় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান ফখরুল।
আওয়ামী লীগ সরকার বিরোধী মত ও পথ ‘সহ্য করতে পারছে না’ বলেই এসব ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘এ ঘটনাগুলোকে যখনই সরকার ডাউন প্লে করে বা অস্বীকার করতে যায়, তখন এটা স্পষ্ট হয়ে যায় যে তারাই এর সঙ্গে জড়িত। আপনাদের (গণমাধ্যম) ওপর আক্রমণ হল, ম্যাডামের ওপর আক্রমণ হল, আমার ওপরও আক্রমণ হয়েছিল- তাহলে তো আর কিছুই বাকি থাকল না।’
তবে ফখরুলের এমন বক্তেব্যের পরিপ্রেক্ষিতে কাদের বলেন, ঢাকা-চট্টগ্রামের কোথাও ৫ হাজার লোকের সমাবেশও হয়নি। জনগণ না থাকলে জনপ্রিয়তা আসবে কোথা থেকে?
তিনি বলেন, খালেদা জিয়া নাকি অসুস্থ। অসুস্থতা নিয়ে সড়কে বের হয়ে যানজট তৈরি করে আপনি দায়িত্বশীলতার পরিচয় দেননি। কি দরকার ছিল আপনার ত্রাণ দিতে যাওয়ার?