‘রাজি’র শুটিং শেষ করলেন আলিয়া
বিনোদন ডেস্ক : সর্বশেষ ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ দিয়ে দর্শক মাতিয়েছেন আলিয়া ভাট। এবারে নতুন সিনেমা ‘রাজি’তে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে তাকে।
হরিন্দ্রর সিক্কার ‘কলিং সেহমত’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ‘রাজি’ সিনেমাটি। মেঘনা গুলজার পরিচালিত এ সিনেমায় অভিনয় করছেন আলিয়া ভাট ও ভিকি কুশাল। এতে ভারতীয় গোয়েন্দাবাহিনীকে সাহায্য করা এক পাকিস্তানি অফিসারের চরিত্রে দেখা যাবে ভিকি কুশালকে আর ভিকির স্ত্রী ও কাশ্মিরি নারীর চরিত্রে দেখা যাবে আলিয়াকে।
ইন্সটাগ্রামে ‘রাজি’ এর শুটিং শেষ হওয়ার কথা জানিয়ে আলিয়া লিখেছেন, “রাজি’র শুটিং সেটে আজ আমাদের শেষ রাত। শুটিংয়ের শেষ দিনটি বরাবরই বেদনাদায়ক হয়। এতোদিন একসঙ্গে কাজ করেছি আমরা। এখন সবাইকে ছেড়ে যেতে হবে, ভাবতেই কষ্ট লাগছে।”
আলিয়া আরও লেখেন, “বিশেষ করে পরিচালক মেঘনা গুলজারকে অনেক মিস করবো। আশা করি সিনেমাটিতে অভিনয় করে আমার যেমন ভালো লেগেছে, তেমনি এটা দেখতেও আপনাদের ভালো লাগবে।”
করণ জোহর প্রযোজিত ‘রাজি’ মুক্তি পাবে ২০১৮ সালের মে মাসে।