রোহিঙ্গাদের নজরে রাখতে কুতুপালংয়ে ৫ পুলিশ ক্যাম্প
নিউজ ডেস্ক : রোহিঙ্গা যুবকের হামলায় এক বাংলাদেশি নিহত হওয়ার পর কক্সবাজারের কুতুপালং আশ্রয় শিবিরে পাঁচটি পুলিশ ক্যাম্প স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে রোববার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় পুলিশকে ক্যাম্প স্থাপনের এই নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে ত্রাণমন্ত্রী বলেন, “সেখানে আমরা এদের (রোহিঙ্গা) আরও তীক্ষ্ণ নজরে রাখার জন্য (কুতুপালংয়ে) পাঁচটি পুলিশ ক্যাম্প স্থাপনের পরামর্শ দিয়েছি। তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) তৎপরতা আরও বৃদ্ধি করতে অনুরোধ করেছি।”