বাংলাদেশ একাদশে কি পরিবর্তন আসছে?
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে এর আগে সবকটি ম্যাচেই চরম হতাশ করেছে বাংলাদেশ। বলার মতো কিছুটা লড়াই করেছে তারা প্রথম টি-টোয়েন্টিতে। সে ম্যাচে ২০ রানে হেরেছে সাকিব-মুশফিকরা। আজ পচেফস্ট্রুমে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে লালা-সবুজের দল। এ ম্যাচে কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে। আর এই ম্যাচের বাংলাদেশ একাদশে কিছু পরিবর্তন আসছে বলে শোনা যাচ্ছে।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচে একজন বোলার কম নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে শফিউল ইসলাম ও তাসকিন আহমেদের মধ্যে একজনকে জায়গা হারাতে হতে পারে। এ দুজনেই প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে একেবারেই ব্যর্থ হয়েছেন। তাই একাদশে ফিরতে পারেন অলরাউন্ডার নাসির হোসেন।
অধিনায়ক সাকিব আল হাসানও নাকি একজন ব্যাটসম্যান বেশি নিয়ে মাঠে নামতে চান আজকের ম্যাচে। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে শুধু সফল হয়েছেন দুজন ব্যাটসম্যান—ওপেনার সৌম্য সরকার ও সাইফুদ্দিন। এ ছাড়া অন্যরা একরকম ব্যর্থই হয়েছেন।
এর আগে সিরিজের দুই টেস্টের দুটিতেই হেরে যায় বাংলাদেশ। হাতাশ করেছে ওয়ানডেতেও, হোয়াইটওয়াশ হয়েছে। তাই আজকের ম্যাচে সাফল্য পেতে মরিয়া হয়ে মাঠে নামবে সাকিব বাহিনী। তাই একাদশেও পরিবর্তন আসতে পারে।
পচেফস্ট্রুমে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
সম্ভ্যাব্য বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম ও রুবেল হাসেন।