বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্প যুগ বিপজ্জনক, বলছে জরিপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে সমালোচনার শীর্ষে ডোনাল্ড ট্রাম্প। আর তারই জের ধরে এবার নতুন এক জরিপে উঠে এসেছে, ট্রাম্প যুগে রাজনীতি বিপজ্জনক মাত্রায় নেমে গেছে।

ওয়াশিংটন পোস্ট ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত ওই জরিপে ৭১ ভাগ আমেরিকান এই মতামত ব্যক্ত করেছেন। অন্যদিকে ২৯ ভাগ উত্তরদাতা বলেছেন, দেশটিতে এখন যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে সেটা আগেকার ‘অনৈক্যের সময়কার সঙ্গে মিল’ রয়েছে। শনিবার ওই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ওই জরিপ পরিচালিত হয়। টেলিফোন, মোবাইল ফোন এবং অনলাইনে মোট ১৬৬৩ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এতে অংশ নেয়। নমুনায়নের কারণে সার্বিক ফলাফলে ভুলের মাত্রা কমবেশি ৩.৫ ভাগ।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭০ ভাগ বলেছেন, ভিয়েতনাম যুদ্ধকালীন সময়ে আমেরিকানদের মধ্যে যে বিভাজন ছিল এখন তেমনটাই পরিলক্ষিত হচ্ছে। ওই সময়ে যারা প্রাপ্তবয়স্ক ছিলেন তাঁদের মধ্যে নেয়া আলাদা জরিপে এই মত ৭৭ শতাংশের বেশি।

এদিকে উত্তরদাতাদের মধ্যে ৫১ ভাগ বলেছেন, বর্তমান আমেরিকান রাজনৈতিক ব্যবস্থা অকার্যকর হওয়ার পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অনেকটাই’ দায়ী।

তবে ৪৯ ভাগ আমেরিকান মনে করেন এর জন্য মিডিয়া দায়ী। দেশটির রাজনীতির এই অকার্যকরীতার জন্য সোশ্যাল মিডিয়াও দায়ী বলে মত দিয়েছেন ৪৯ ভাগ আমেরিকান।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৪২ ভাগ আমেরিকান। এদের মধ্যে রয়েছেন দুই-তৃতীয়াংশ ডেমোক্রেট এবং ৯ ভাগ রিপাবলিকান।

এছাড়া ট্রাম্প প্রশাসন অকার্যক বলে মনে করেন জরিপে অংশগ্রহণকারীদের ৭০ ভাগ উত্তরদাতা। আর কংগ্রেসের ব্যাপারে এই মতামত ৮০ ভাগের। অন্যদিকে, ৫৬ ভাগ বলছেন পুরো ব্যবস্থার ‘চেক অ্যান্ড ব্যালেন্স’অকার্যকর। সূত্র: সিএনএন

এ জাতীয় আরও খবর

পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

নতুন ট্রেন্ড ‘মাউথ টেপিং’ কি জেনে-বুঝে করছেন?

৬০০ বছর আগের বিলুপ্ত মোয়া পাখির পুনরুত্থান সম্ভব?

ভুটানকে হারালো বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া

শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি

মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে বিএনপি : এনসিপি

বদলির আদেশ ছিঁড়ে ফেলায় এনবিআরের ১৪ কর্মকর্তা বরখাস্ত

সংবিধানে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ

সৌদি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে: হাসনাত

‘বিচ্ছেদ’র কথায় মেহজাবীন বললেন অপেক্ষায় থাকতে