অধ্যাপক ড. হান্নান ফিরোজ আর নেই
নিজস্ব প্রতিবেদক : স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম হান্নান ফিরোজ আর নেই। (ইন্নালিল্লাহি….রাজিউন)।
দীর্ঘদিন ধরেই ড. এম হান্নান ফিরোজ ডায়াবেটিসসহ নানাবিধ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আজ রবিবার সকাল ৭ টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ড. এম হান্নান ফিরোজ মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক ড. এম হান্নান ফিরোজের নামাজের জানাজা বাদ জোহর ধানমণ্ডি ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে, তার আগে বেলা বারোটায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ধানমণ্ডির মেইন ক্যাম্পাসে তার মরদেহ আনা হবে। অধ্যাপক ড. এম হান্নান ফিরোজের মৃত্যুতে তার পরিবার ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।