রিমান্ড হচ্ছে মিয়ানমারে আটক বিদেশি সাংবাদিকদের
নিজস্ব প্রতিবেদক : পার্লামেন্ট এলাকায় বিনা অনুমতিতে ড্রোন উড্ডয়নের ঘটনায় আটক দুই বিদেশি সাংবাদিককে রিমান্ডের আবেদন জানাবে মিয়ানমার পুলিশ।
তাদের বিরুদ্ধে বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগ আনা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
আটক দুই সাংবাদিক হচ্ছেন- সিঙ্গাপুরের লাউ হন মেন ও মালয়েশিয়ার মক চৌ লিন। তারা তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন কর্পোরেশনের (টিআরটি) সংবাদকর্মী।
রোববার চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, মিয়ানমারের এক্সপোর্ট-ইমপোর্ট আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী, আটক সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার। ওই দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য ৪ থেকে ১৫ দিন পর্যন্ত রিমান্ড পেতে আদালতের কাছে আর্জি জানাবে রাষ্ট্রপক্ষ।
এর আগে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি শনিবার মিয়ানমার পুলিশকে উদ্ধৃত করে ওই দুই সাংবাদিক আটকের খবর জানায়।