শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘স্বাধীন’ কাতালোনিয়ায় মেসি-সাম্রাজ্য

news-image

স্পোর্টস ডেস্ক : স্বাধীনতা ঘোষণা করেছে কাতালোনিয়া, আর বার্সেলোনার হয়ে এই মৌসুমে নিজের একক আধিপত্য ঘোষণা করেছেন লিওনেল মেসি। স্বাধীনতার ঘোষণায় কাতালানরা জানিয়েছেন, তাঁরা স্পেনের অধীনে নয়; আর মাঠের খেলায় মেসি প্রমাণ করেছেন, তিনি সবার চেয়ে আলাদা। নিজ দল তো বটেই, হয়তো ফুটবল ইতিহাসেই তিনি একজন ব্যতিক্রমধর্মী ফুটবলার। গতকাল এই ব্যতিক্রমধর্মী মেসি আর পাওলিনহোর গোলে পুরোনো ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে এরনেস্তো ভালভের্দেকে জয় উপহার দিল বার্সেলোনা।

স্যান মেমেতে এগিয়ে যেতে পারত বিলবাওই। আরিৎজ আদুরিজের দুটি শট ফিরিয়ে বার্সাকে ম্যাচে রাখেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান। এরপরই মেসির জ্বলে ওঠা। ৩৬ মিনিটে দারুণ এক দলীয় আক্রমণে গোলের খাতা খোলে বার্সেলোনা। পাওলিনহোর সঙ্গে দ্রুত ওয়ান-টু করে বাঁ প্রান্তে বল বাড়িয়েছেন। এরপর জর্ডি আলবার ক্রস থেকে বল জালে জড়িয়েছেন পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়। আর যোগ করা সময়ের একটি প্রতি-আক্রমণে লুইস সুয়ারেজের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতি বলে গোল করেন পাওলিনহো।

ম্যাচজুড়ে বার্সার প্রাণভোমরা হয়েই খেলেছেন মেসি। রক্ষণের ভুলে বারবার জায়গা পেয়েও গোল করতে পারেনি বিলবাও। এ জন্য অবশ্য টার স্টেগানের কৃতিত্বও কম নয়। এই জয়ে লা লিগায় ১২ জয় ও ১ ড্র নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা।

ম্যাচ শেষে মুভিস্টার টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মিডফিল্ডার সার্জিও বুসকেটস বলেছেন, ‘আমরা লড়াই করেছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। তারাও সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি।’

একই সুরে কথা বলেছেন গত মৌসুমেই বিলবাওকে কোচিং করানো ভালভের্দে। তিনি বলেন, ‘অ্যাথলেটিক ভালোই চাপিয়ে খেলেছে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। আমরা বেশ কয়েকবার বল হারিয়েছি, সহজ কোনো সুযোগ তৈরি করতে পারিনি।’

ভালভের্দের চলে যাওয়ায় ধুঁকছে বিলবাও। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১২ ম্যাচে মাত্র একটিতে জিতেছে তারা। বার্সার জয়ের রাতে আলাভেজকে ২-১ গোলে হারিয়ে টেবিলের ২ নম্বরে ভ্যালেন্সিয়া। ভিলারিয়ালের বিপক্ষে হোঁচট খেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ড্র করেছে ১-১ গোলে। বার্সার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ আজ খেলতে আসবে ‘স্বাধীন’ কাতালোনিয়ায়। স্বাগতিক জিরোনার বিপক্ষে তাদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে। এটির সরাসরি সম্প্রচার দেখা যাবে সনি টেন ২-তে। সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে : আসিফ নজরুল

১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

বাঞ্ছারামপুরে স্বামীকে হত্যা করে করলেন ১১ টুকরো, স্ত্রীসহ দুইজন আটক

জোড়া গোল করে ৪৬তম ট্রফি জিতলেন মেসি

স্বামীর পর মারা গেলেন স্ত্রী, আশঙ্কাজনক শিশুসন্তান

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

বিদ্যুৎ ও জ্বালানি পর্যালোচনায় জাতীয় রিভিউ কমিটির গণবিজ্ঞপ্তি

গাজীপুরে আন্দোলনে না যাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ, হামলা-ভাঙচুর

হজে যেতে প্রাক-নিবন্ধন করেছেন ৫২৮৩৬ জন

বার্ড ফ্লু : ভিয়েতনামে প্রাণ গেল ৪৭টি বাঘ, ৩টি সিংহের

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এক রাতে নিহত ৬৫

বৃষ্টি হলেও গরম কমছে না যে কারণে