কাব্য বিলাসের আয়োজনে অনুষ্ঠিত বাউল গান ও পিঠা উৎসব
নিজস্ব প্রতিনিধি : শীতের আগমন উপলক্ষ্যে দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য গোষ্ঠী কাব্য বিলাস আয়োজন করে দিনব্যাপী বাউল গান ও পিঠা উৎসব। গতকাল শনিবার, রাজধানীর কাওলার ট্রান্সমিটারের প্রাকৃতিক পরিবেশে বাউল গানের সাথে দেশীয় পিঠা স্বাদ নিয়ে ব্যস্ত ছিল বাঙ্গালীয়ানা দর্শকেরা। আনান বাউল ও তার দলের মন-মুগ্ধ পরিবেশনায় ছুটির বিকাল পায় অন্য রূপ।
নানান-বয়সী দর্শকদের প্রশংসায় কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর এই আয়োজনের উদ্বোধন করেন সম্মেলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ পথ নাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সফিউল গনি, আনিসুর রহমান নাঈম, মনির হোসেন মনির, ডা : সিরাজুল ইসলাম।
কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক নীপা মোনালিসা বলেন, ভিন্নধারার আয়োজন নিয়ে আমাদের দলের পক্ষ থেকে দেশীয় সাংস্কৃতিকের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা থাকে। প্রকৃতির মাঝে বাউল গানের সাথে শীতকে স্বাগত জানানোর এই ভিন্ন ধারার উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১১ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।