ফাইনালে ইতিহাস গড়ে স্পেনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় স্পেন ও ইংল্যান্ড। মধ্যাহ্ন বিরতির আগে ২-১ গোলে এগিয়ে যায় স্পেন।
বাংলাদেশ সময় সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচের ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় স্পেন। স্পেনের পক্ষে গোলটি করেন গোমেজ মার্টিন। ২১ (৩১) মিনিট পর দলের গোল দিগুণের পাশাপাশি নিজের দ্বিতীয় গোলটি করেন গোমেজ। তবে এর পর ৫ গোল করে খেলার সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
ম্যাচের ৪৪ মিনিটের মাথায় ইংলেন্ডের হয়ে এক গোল পরিষোধ করেন রায়ান ব্রুস্টার। আসরে এটি তার সপ্তম গোল। এর আগে সেমি ফাইনালে হ্যাট্রিক করে ব্রাজিলকে একাই উড়িয়ে দিয়েছিল ব্রুস্টার।
বিরতির পর ৫৮ মিনিটে গিবস, ফোডেন ৬৯ মিনিটে, গুইয়ে ৮৪ মিনিটে এবং আবারো ফোডেন ৮৮ মিনিটে পর পর ৫ গোল করে প্রথমবারের মত অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের শিরোপা জিতলো ইংল্যান্ড।
যদিও শুরুতে একদম এলোমেলো ছিল ইংল্যান্ড। ম্যাচে স্পেনের খেলা ছিল দেখার মত। কিন্তু বিরতির পর স্পেন যেন নিজেদের একেবারে হারিয়ে ফেলে। যার ফলে ২ গোলে পিছিয়ে থেকেও পরপর ৫ গোল দিয়ে নতুন ইতিহাস গড়ে ইংল্যান্ড। ফাইনালের কোন টুর্নামেন্টে ২ গোলে পিছিয়ে থেকেও এত বড় জয় ইতিহাসে প্রথম।
এদিকে দিনের প্রথম ম্যাচে মালিকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে আসরের তৃতীয় স্থান নির্ধারিত হয়েছে ব্রাজিল।