আশুগঞ্জে বর্ণাট্য আয়োজনে কমিউনিটি পুলিশিং-ডে পালিত
আশুগঞ্জ প্রতিনিধি : পুলিশই জনতা, জনতাই পুলিশ এ শ্লোগানকে সামনে রেখে আশুগঞ্জে কমিউনিটি পুলিশিং-ডে পালিত হয়েছে। ২৮ অক্টোবর শনিবার সকালে এ উপলক্ষ্যে গোলচত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা রেহানা বেগম, বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ আমিনুল হক, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী মোঃ মোবারক আলী চৌধুরী, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোৎনা চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার। বক্তারা, আইনশৃঙ্খলা রক্ষার্থে কমিউনিটি পুলিশিং এর নানা উদ্যোগের কথা ব্যাক্ত করেন।