বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লালপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি শারমিন-সম্পাদক শিপ্রা রানী

news-image

নিজস্ব প্রতিবেদক : লালপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের ত্রিবার্ষিকী সম্মেলনে সভাপতি পদে নির্বাচত হয়েছেন শারমিন বেগম (মমতাজ) ও সাধারণ সম্পাদক পদে শিপ্রা রানী দাস। সহ সভাপতি পদে নুরুন্নাহার বেগম ও হুমেরা বেগম, সাংগঠনিক সম্পাদক পদে স্মৃতি বেগম ও সহ সাংগঠনিক সম্পাদক পদে পপি আক্তারকে নির্বাচিত করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে লালপুর ফ্লাউয়ার গার্ডেন ইন্টাঃ স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ।

সম্মেলনের শুরুতে সম্মেলনের শুভ উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহানা বেগম, সম্মেলনে আশুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মরিয়ম বেগেমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জৌসনা চৌধূরী, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাছলিমা সুলতানা খানম নিশাদ, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোবারক আলী চৌধূরী, হেবজুল বারি, হাজী সাঈদুর রহমান, মোশারফ হোসেন মুন্সী, বাবু সুহাস দাস, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোর্শেদ মাষ্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারা বেগম, লালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুস্তফা সারোয়ারসহ আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর