শ্রীদেবীর ‘হাওয়া হাওয়াই’ উপাধিতে ভাগ বসাতে আসছেন বিদ্যা (ভিডিও)
বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম ব্যবসাসফল ছবি ‘মিস্টার ইন্ডিয়া’। সেই ছবির ‘হাওয়া হাওয়াই’ গানটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে, শ্রীদেবীর নামই হয়ে গিয়েছিল ‘হাওয়া হাওয়াই’গার্ল।
ঠিক যেভাবে হেমা মালিনীকে ডাকা হয় ‘ড্রিম গার্ল’ বলে!। কিন্তু শ্রীদেবীর সেই উপাধিতে ভাগ বসাতে আসছেন বিদ্যা বালন।
হাওয়া হাওয়াই গানের রিমেক টু পয়েন্ট জিরো এখন ঝড় তুলেছে ইউটিউবে। আর তারপর থেকেই সকলে শ্রীদেবীর তুলনা করতে শুরু করেছেন বিদ্যা বালানের। বলাই বাহুল্য, এতটাই ভাল নেচেছেন বিদ্যা বালন।
বিদ্যা বালানের ভিডিওটিতে একটা অফিস পার্টির সিকোয়েন্সে আসছে ‘হাওয়া হাওয়াই’ গানটি। বিদ্যাকে সেই ভিডিওতে শাড়িতেই পাওয়া যাবে। আর গানের কথা থেকেই একটি অন্যরকম মানে নিয়ে আসছে সেই ভিডিও। তবে কবিতা কৃষ্ণমূর্তির গানটি একই রকম স্বাদগন্ধ নিয়ে উপস্থিত।
কোনও পরিবর্তন হয়নি।