সরকার দলীয় সন্ত্রাসীদের দিয়ে হামলা করিয়েছে : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক : কক্সাবাজর যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে সরকার নিজ দলীয় সন্ত্রাসীদের নিয়ে হামলা করিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের নেতৃবৃন্দ সহকারে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলে পথে পথে তার গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপক হামলা ও ভাংচুর চালায়। এসময় তারা বিএনপি নেতাকর্মীসহ গণমাধ্যমের সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হলে পুলিশ সেখানে লাঠিচার্জ করে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে সন্ধ্যায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয়। কিন্তু পুলিশ নেতাকর্মীদেরকে ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং মিছিল থেকে যুবদল নেতা আলতাফ, সেন্টু ও শাহীনকে গ্রেফতার করে। এই ধরণের অন্যায়, নিষ্ঠুর ও ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।
সরকারের মদদে সশস্ত্র ক্যাডারদের এই ঘৃণ্য হামলার ঘটনা আওয়ামী লীগের ঐতিহ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশব্যাপী বিএনপি চেয়ারপারসনের ব্যাপক জনপ্রিয়তা এবং আজ কক্সবাজার যাওয়ার পথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালবাসা ও ঢল দেখে ঈর্ষান্বিত হয়ে সরকার নিজ দলীয় সন্ত্রাসীদের দিয়ে যে হামলা সংঘটিত করলো তাতে বিএনপির কোনো ক্ষতি হয়নি। এতে আওয়ামী সরকার আরো বেশী ধিকৃত ও জনবিচ্ছিন্ন হলো।
তিনি বলেন, আওয়ামী লীগ তাদের ভয়াবহ দুঃশাসনের কারণে এখন জনবচ্ছিন্ন বলেই তারা এখন পুরোপুরি সন্ত্রাসনির্ভর হয়ে পড়েছে। জনগণকে ভয় দেখিয়ে সন্ত্রাস করেই ক্ষমতা পাকাপোক্ত করার ব্যর্থ কৌশল অবলম্বন করছে সরকার।
এমডি/মানিক