সময়-সুযোগ হলেই ডুব দেখতে যাব : শাওন
বিনোদন ডেস্ক :ডুব। বছরের অন্যতম আলোচিত ও সমালোচিত হয়ে গতকাল শুক্রবার বড় পর্দায় উঠেছে ছবিটি।
যদিও এর আগে ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এটি। কিন্তু আনুষ্ঠানিক মুক্তি পেল গতকাল। মুক্তির আগে নানা তর্ক-বিতর্কের জন্ম দেয় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’। বিশেষ করে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী, না জীবনী না- এটা নিয়ে বেশ জল ঘোলা হয়েছে। তবে মুক্তির পর অনেক প্রশ্নেরই উত্তর পেয়ে গেছেন কৌতূহলীরা।
কেউ কেউ বলছেন, ছবিটিতে হুমায়ূন আহমেদের ব্যক্তিগত ও পারিবারিক রূপকেই ছায়া হিসেবেই অবলম্বন করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন, ছবিটি পুরোপুরি হুমায়ূন আহমেদের পারিবারিক কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া ছবিটির পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক-বিতর্ক সময়ের সঙ্গে বেগবান হচ্ছে। তাই অনেকেরই প্রশ্ন জাগতে পারে, হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন কি ছবিটি দেখেছেন? কারণ তিনিই প্রথম এই ছবিটির কাহিনী নিয়ে আপত্তি জানান।
‘ডুব’ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে শাওন বলেন, ছবিটি এখনও দেখিনি, তাহলে কমেন্ট করব কি করে? মুখের কথা শেষ না হতেই প্রশ্ন ছোঁড়া হলো, তাহলে ‘ডুব’ কখন দেখতে যাচ্ছেন? জবাবে তিনি বলেন, সময়-সুযোগ হলেই দেখতে যাব।