স্বায়ত্তশাসন বাতিল করে কাতালোনিয়ার ক্ষমতা মাদ্রিদের হাতে
আন্তর্জাতিক ডেস্ক :স্পেনের কাতালোনিয়া অঞ্চলের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানকার সরকার পরিচালনার দায়িত্ব হস্তগত করেছে দেশটির সরকার। তবে বার্সেলোনায় আঞ্চলিক সরকারই পরিচালনায় এখনও কাতালোনিয়ারাই রয়ে গেছে।
যার ফলে মাদ্রিদের এই ঘোষণা কীভাবে কার্যকর হবে, তা নিয়ে এক প্রকার ধোঁয়াশাই থেকে যাচ্ছে।
শনিবার কাতালোনিয়ার আঞ্চলিক নেতাদের অপসারণ করে সেখানকার ‘ইনচার্জ’ হিসেবে কেন্দ্রীয় উপ-প্রধানমন্ত্রী সোরায়া সায়েনজ সান্তামারিয়ার নাম ঘোষণা করা হয়। স্থানীয় সময় সকালে এক আনুষ্ঠানিক রাষ্ট্রীয় বুলেটিনে এই ঘোষণা দেওয়া হয়।
স্প্যানিশ ভাষায় দেওয়া সেই বুলেটিনে বলা হয়, সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ বাস্তবায়নের অংশ হিসেবে কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন্ত, তার ডেপুটি অরিয়ল হানকেরাসসহ ক্ষমতাসীন সব নেতাকে অপসারণ করা হচ্ছে। এখন থেকে কাতালোনিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা ইনচার্জ হিসেবে অঞ্চলটির নেতৃত্ব দেবেন সান্তামারিয়া।
শুক্রবার বিকেলে কাতালান আঞ্চলিক পার্লামেন্টে ‘স্বাধীনতার ঘোষণা’ পাস করে ফেলেন স্থানীয় রাজনীতিকরা। ঘণ্টাখানেকেরও কম সময় পর সেখানে স্বায়ত্তশাসন বাতিল করে কেন্দ্রীয় শাসন চালুর নির্দেশনা সংক্রান্ত সংবিধানের ১৫৫ নম্বর অনুচ্ছেদ আইন আকারে পাস করে ফেলে স্প্যানিশ সিনেট। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় কাতালোনিয়ায় সংবিধান ও আইনের শাসন পুনর্প্রতিষ্ঠা করার ঘোষণা দেন।
পরে মন্ত্রিসভার সঙ্গে দু’দফা বৈঠক করে প্রধানমন্ত্রী রাহয় বলেন, ‘মাদ্রিদ কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণা দিচ্ছে।
একইসঙ্গে কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন্তসহ সংবিধান-বহির্ভূত গণভোট আয়োজনকারীদের অপসারণের ঘোষণা দিচ্ছে। ’ প্রধানমন্ত্রী আগামী ২১ ডিসেম্বর কাতালোনিয়ায় আঞ্চলিক নির্বাচনেরও ঘোষণা দেন।
তার এই ঘোষণার পর কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশের কমিশনার হোসেপ লুইস ত্রাপেরো আলভারেসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার খবর আসে। তার পরপরই স্বায়ত্তশাসিত মোসোস পুলিশ বাহিনীর মহাপরিচালক পেরে সোলার ক্যাম্পিনসসহ আরও বেশ ক’জন জ্যেষ্ঠ কর্মকর্তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।