খালেদা জিয়ার গাড়িবহরে হামলা
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে।
শনিবার বিকালে ৫টার দিকে ফেনীর ফতেহপুর এলাকার দেবীপুরে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সনের বহরে থাকা গণমাধ্যমকর্মীদের গাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, হামলা চালালেও কোথা না থামিয়েই খালেদা জিয়ার গাড়িসহ বহরে থাকা সব গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।