শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টির যত হ্যাটট্রিক

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি মূলত ব্যাটসম্যানদের খেলা। এখানে বোলারদের করার মতো কিছু থাকে না। তবে ২০ ওভারের খেলায় বোলাররা যদি বিশেষ কিছু করেন তাহলে সেটা বড় সংবাদই বটে। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যান দাপট এমনই যে, এ পর্যন্ত ৬২৭টি টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ছয়জন বোলার হ্যাটট্রিক করতে পেরেছেন। দেখে নেই সেই ছয় হ্যাটট্রিকে ইতিবৃত্তান্ত।

ব্রেট লি : ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি। আর সেটার সাক্ষী হয় বাংলাদেশ। ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বিশ্বকাপের প্রথম আসরে টি-টোয়েন্টির প্রথম হ্যাটট্রিক করেন লি। অসিদের বিপক্ষে ৯ উইকেটে ম্যাচটি হেরেছিল বাংলাদেশ। প্রথম ব্যাটিং করে ১৬ ওভার পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল তিন উইকেটে ১০৮ রান। ওভারের তৃতীয় বলে সাকিব আল হাসানকে দিয়ে শুরুট করেন ব্রেট লি। এরপর একে একে মাশরাফি মুর্তজা ও অলক কাপালিকেও ফেরান তিনি। শেষ পর্যন্ত মাত্র ১২৩ রানে অলআউট হয় বাংলাদেশ। মাত্র এক উইকেট হারিয়েই ম্যাচটা জিতে নেয় অসিরা।

জ্যাকব ওরাম : দ্বিতীয় হ্যাটট্রিকের দখা পেতে ক্রিকেট বিশ্বকে অপেক্ষা করতে হয় আরো দুই বছর। ২০০৯ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন বলে তিন উইকেট নেন কিউই অলরাউন্ডার জ্যাকব ওরাম। প্রথমে ব্যাটিং করে রস টেলরের ৬০ রানে ভর করে ১৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে দিলশানের ২৮ বলে ৫৭ রানের ঝড়ে জয়ের পথেই ছিল শ্রীলঙ্কা। তবে বাধ সাধেন ওরাম। অ্যাঞ্জেলো  ম্যাথিউস, মালিঙ্গা বান্দারা ও নুয়ান কুলাসেকারাকে তুলে নিয়ে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ওরাম অব্শ্য  হ্যাটট্রিকটা করেছিলেন দুই ওভারে। ১৭তম ওভারের শেষ বলে আউট হন ম্যাথিউস। এরপর শেষ ওভারের প্রথম দুই বলে মালিঙ্গা ও নুয়ান কুলাসেকারাকে ফেরান ওরাম। ম্যাচটাও ৩ রানে জিতে নেয় নিউজিল্যান্ড।

 

টিম সাউদি : ২০১০ সালে  টি-টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় হ্যাটট্রিকের ঘটনা ঘটে। অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালোই ব্যাটিং করছিল পাকিস্তান। মাত্র ৩.৬ ওভারে ৩৭ রান তোলেন হাফিজ ও আফ্রিদি। তবে অষ্টম ওভারে ধ্বংসযজ্ঞের শুরুটা করেন টিম সাউদি। ইউনিস খানকে ফেরান তিনি। পাকিস্তানের রান তখন ৩ উইকেটে ৫৮।  এরপর মোহাম্মদ হাফিজ ও উমর আকমলকে শিকার বানিয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এই পেসার। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৩ রান করে পাকিস্তান। হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেন টিম সাউদি।  ১৪৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার মার্টিন গাপটিলের ৫৪ রানের ওপর ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

থিসারা পেরেরা : ২০১৬ সালে সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটাতে হেরেছিল ধোনির ভারত। তবে দ্বিতীয় ম্যাচেই লড়াই ফেরে দলটি। দ্বিতীয় ম্যাচে লঙ্কা শিবিরকে ৬৯ রানে পরাজিত করে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচেই শ্রীলঙ্কার হয়ে প্রথম ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ বোলার হিসাবে হ্যাটট্রিক করেন থিসারা পেরেরা। আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে ভারত। শিখর ধাওয়ান ৫১, রোহিত শর্মা ৪৩, অজিঙ্কা রাহানে ২৫ রান করেন। ইনিংসের ১৯তম ওভারে হ্যাটট্রিকের দেখা পান পেরেরা। চতুর্থ বলে ফেরান হার্দিক পান্ডেকে। এর পরের দুই বলে সাজঘরে পাঠান সুরেশ রায়না ও যুবরাজ সিংকে। ১৯৭ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে নয় উইকেটে মাত্র ১২৭ রানেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।

লাসিথ মালিঙ্গা : টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চম হ্যাটট্রিকের স্বাক্ষীও বাংলাদেশ। এ বছরের এপ্রিলে কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে হ্যাটট্রিক করেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। সব ধরনের ক্রিকেটে মালিঙ্গার এটি চতুর্থ হ্যাটট্রিক। বাংলাদেশের ইনিংসের ১৯তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা ও মেহেদি হাসান মিরাজকে ফেরান মালিঙ্গা। টাইগারদের বিপক্ষে প্রথম হ্যাটট্রিকেও ছিল মাশরাফির নাম। টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাশের এটি শেষ ম্যাচ ছিল। টস জিতে প্রথমে ব্যাটিং করে ১৭৬ রান করে বাংলাদেশ। সাকিব আল হাসান ৩৮, সৌম্য সরকার ৩৪ ও ইমরুল কায়েস করেন ৩৬ রান। জবাবে মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের বোলিং বীরত্বে ১৩১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

ফাহিম আশরাফ: টি-টোয়োন্টর সর্বশেষ হ্যাট্রটিক করলেন পাকিস্তানের ফাহিম আশরাফ। দেশটির হয়ে এই ফরম্যাটে প্রথম হ্যাটট্রিক করলেন তিনি। ফাহিমের হ্যাটট্রিকের দিনে দুই উইকেটে জয় পায় পাকিস্তান। গতকাল শুক্রবার আবুধাবিতে ১৯তম ওভারের চতুর্থ বলে উদানাকে ফেরান ফাহিম। এর পরের বলে ফেরান দাসুন সানাকাকে। আর শেষ বলে। উদাওয়াত্তেকে ফিরেয়ে হ্যাট্ট্রিকে আনন্দে মেতে ওঠেন তিনি। ম্যাচে ১২৪ রান করে শ্রীলঙ্কা। জবাবে দুই উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

ডিম-পেঁয়াজ-আলুর দাম কমেছে: বাণিজ্য মন্ত্রণালয়

স্বামী হিসেবে শাহরুখ কেমন জানালেন গৌরী

মানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির আদর্শ: আমীরে জামায়াত

সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে: উপদেষ্টা নাহিদ

কেন ক্ষমতা ছেড়ে এক মিনিটও থাকতে পারলো না আ. লীগ

শান্তিতে নোবেল জয়ে নিহন হিডাঙ্কিওকে অভিনন্দন জানাল ড. ইউনূস

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বহাল রাখতে পারে বাংলাদেশ

পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ

ডিমের দাম বৃদ্ধি, সেটা কারসাজি: উপদেষ্টা ফরিদা আখতার

‘সার্বভৌমত্ব রক্ষা’ করতে প্রস্তুত ইরান

ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিলে কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

শান্তিতে নোবেল জিতলো জাপানি সংস্থা নিহন হিডানকিও