শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গৌরীকে পেতে হিন্দু নাম নিয়েছিলেন শাহরুখ

news-image

 

বিনোদন ডেস্ক : মুসলিম যুবক শাহরুখের সঙ্গে বিয়ে হওয়া সহজ ছিল না ব্রাহ্মণ পরিবারের কন্যা গৌরীর। শোনা যায়, গৌরীর বাবা-মার মন জয় করতে হিন্দু নাম ব্যবহার করতেন বলিউদ বাদশাহ শাহরুখ।

অভিনেতা অনুপম খের সঞ্চালিত এক অনুষ্ঠানে শাহরুখ জানান, গৌরী প্রথম নারী, যার সঙ্গে আমি নাচের প্রস্তাব দিয়েছিলাম, ফোন নম্বর চেয়েছিলাম। তবে হতাশ করেছিলেন গৌরী। শাহরুখের প্রস্তাব গৌরী তখন ফিরিয়ে দিয়েছিলেন।

১৯৮৪ সালে এক অনুষ্ঠানে প্রথম দেখা শাহরুখ-গৌরীর। শাহরুখ তখন এক বন্ধুর মাধ্যমে গৌরীর সঙ্গে নাচের প্রস্তাব পাঠালে গৌরী তাকে হতাশ করেন। এমনকি, গৌরী শাহরুখের সঙ্গে মিশতেও চাননি। তাই সেদিন বানিয়ে বানিয়ে বলেছিলেন, তিনি তার প্রেমিকের জন্য অপেক্ষা করছেন।

কিন্তু পরে জানা যায়, গৌরীর অপেক্ষাটি ভাইয়ের জন্য। জানতে পেরে শাহরুখ নাকি গৌরীকে জানান, তিনিও তার ভাই হতে চান। এতে কাজ হয়। এগিয়ে আসেন গৌরী। শুরু হয় দু’জনের প্রেম। এভাবে কেটে যায় পাঁচটি বছর।

তবে তাদের প্রেমের মাঝেও ছিল মান-অভিমান। বিধি-নিষেধের মধ্যে এটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, ওর সঙ্গে কিসের এত কথা এরকম চোখরাঙানি চলত নিয়মিত। মনে হয় অতিরিক্ত শাসানীর কারণে একদিন রেগে গৌরী বাসায় কাউকে কোনও কিছু না বলে বন্ধুদের সঙ্গে মুম্বাই চলে যান। উপায় না দেখে শেষমেশ গৌরীর মাকে সব খুলে বলেন। প্রথমে একটু রেগে গেলেও একটা সময় মন গলে। শাহরুখের হাতে কিছু টাকা দিয়ে বলেন, খুঁজে নিয়ে আসতে গৌরীকে।

প্রেমিকের মান ভাঙতে শাহরুখ তাই মুম্বাইয়ের মতো বড় শহরে গৌরীকে খুঁজে বেড়াতে গেলেন। যদিও কাজটি সহজ ছিল না। হঠাৎ মাথায় এল, গৌরী সমুদ্র ভালোবাসে। সমুদ্রের পাড়ে কোথাও পাওয়া যায় কি না। যেই ভাবনা, সেই কাজ। এক বিকেলে সমুদ্রসৈকতে হাঁটতে হাঁটতে পাওয়া গেল গৌরীকে। গৌরীকে দেখে শাহরুখের কান্নায় মন গলে গৌরীর।

আজকের বলিউড বাদশা শাহরুখ খান ১৯৯১ সালের অক্টোবরে ব্রাহ্মণ কন্যা গৌরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এ জাতীয় আরও খবর

সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে : আসিফ নজরুল

১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

বাঞ্ছারামপুরে স্বামীকে হত্যা করে করলেন ১১ টুকরো, স্ত্রীসহ দুইজন আটক

জোড়া গোল করে ৪৬তম ট্রফি জিতলেন মেসি

স্বামীর পর মারা গেলেন স্ত্রী, আশঙ্কাজনক শিশুসন্তান

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

বিদ্যুৎ ও জ্বালানি পর্যালোচনায় জাতীয় রিভিউ কমিটির গণবিজ্ঞপ্তি

গাজীপুরে আন্দোলনে না যাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ, হামলা-ভাঙচুর

হজে যেতে প্রাক-নিবন্ধন করেছেন ৫২৮৩৬ জন

বার্ড ফ্লু : ভিয়েতনামে প্রাণ গেল ৪৭টি বাঘ, ৩টি সিংহের

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এক রাতে নিহত ৬৫

বৃষ্টি হলেও গরম কমছে না যে কারণে