সরকারি কলেজ: ২৫ শতাংশ শিক্ষক সংকট, বিজ্ঞানে সবচেয়ে বেশি
নিজস্ব প্রতিবেদক : দেশের সব সরকারি কলেজে প্রকট আকার ধারণ করেছে শিক্ষক সংকট। প্রায় সাড়ে ৩০০ সরকারি কলেজে শিক্ষক পদ রয়েছে সাড়ে ১৬ হাজার। এর মধ্যে ৪ হাজার পদে কোনও শিক্ষক নেই। এই সংখ্যা মোট পদের ২৫ শতাংশ। শূন্য পদে সবচেয়ে বেশি সংকট বিজ্ঞান শিক্ষকের।
শূন্য পদগুলোর বেশিরভাগই জেলা ও উপজেলা পর্যায়ের কলেজে। কারণ ওইসব অঞ্চলে শিক্ষকরা থাকতে চান না। তারা বেছে নেন জেলা শহর। তাছাড়া জেলা পর্যায়ের কলেজগুলোর শিক্ষকরা কর্মস্থল বদলাতে চান না। এ কারণেই মূলত সংকট আরও বেশি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা যায়,সারাদেশে বর্তমানে ৩২৯টি সরকারি কলেজ রয়েছে। এগুলোতে শিক্ষক পদ আছে মোট ১৬ হাজার ৫৫৪টি। এর মধ্যে অধ্যাপক পদ ৫০৭টি, সহযোগী অধ্যাপক ২ হাজার ২২১টি,সহকারী অধ্যাপক ৪ হাজার ২৮৪টি ও প্রভাষক পদ ৮ হাজার ২৬টি।
মাউশি সূত্রে জানা যায়, দেশের ২১৫টি সরকারি কলেজে শিক্ষক সংকট সবচেয়ে বেশি। প্রায় চার হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে এগুলোতে। এর মধ্যে প্রভাষক পদই প্রায় দুই হাজার। এরপর বেশি (প্রায় এক হাজার) খালি আছে অধ্যাপক পদ। এছাড়া প্রায় ৮৫৫টি সহকারী অধ্যাপক পদও খালি। রাজধানীর চেয়ে জেলা শহরগুলোতে এই সংকট চরমে।
সবশেষ ৩৫তম বিসিএস থেকে ৮০০ প্রভাষক নিয়োগ দেওয়ায় বর্তমানে ১২০০ পদ শূন্য রয়েছে। তবে শিক্ষার্থীর তুলনায় শিক্ষক সংকট নিরসনে নতুনভাবে সৃষ্টি করা হয়েছে আরও ১২ হাজার পদ। ইতোমধ্যে এ বিষয়ে মাঠপর্যায়ের কাজ শেষ হয়েছে। জনপ্রশাসন ও অর্থমন্ত্রণালয় থেকে অনুমোদন মিললেই এসব পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে মাউশি সূত্রে জানা যায়। এক্ষেত্রে সদ্য প্রকাশিত ৩৬তম বিসিএস থেকে সুপারিশ রয়েছে এমন অনেকেই নিয়োগ পাবেন।
মাউশির পরিচালক (কলেজ) অধ্যাপক মোহাম্মদ শাসমুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি কলেজে শিক্ষক সংকট দীর্ঘদিনের বিষয়। আমরা প্রতি বছরই বাংলাদেশ কর্ম কমিশনকে (পিএসসি) চাহিদা দিচ্ছি। নিয়োগও পাচ্ছে।’
অন্যদিকে কলেজ শাখার উপ-পরিচালক মুস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষকরা সবাই শহরের কলেজে পোস্টিং চান। কেউ মফস্বলে যেতে চান না। আবার যিনি নিজের মতো করে একটি কলেজে স্থান করে নিতে পারেন সেখান থেকে আর তাকে সরানো যায় না। ফলে শিক্ষক সংকট কোথাও বেশি, আবার কোথাও কম। তবে সারাদেশে বিজ্ঞানের শিক্ষক সংকট সবচেয়ে বেশি।’
বিজ্ঞানের শিক্ষক সংকট সবচেয়ে বেশি হওয়ার কারণ কী? জানা যায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে পড়লেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে তাদের বেশিরভাগই বিভাগ পরিবর্তন করে। এছাড়া বিসিএসে সুপারিশ হিসেবে এমন প্রার্থীদের নাম তুলনামূলক কম আসায় বিজ্ঞানের শিক্ষক পাওয়া কঠিন হয়ে পড়ে।
মাউশি সূত্রে জানা যায়, সরকারি কলেজে এ সংকট দূর করতে নতুন পদ তৈরিসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সৃষ্টি করা হচ্ছে আরও ১২ হাজার ৫৮৮টি পদ। এর মধ্যে অধ্যাপক পদ ১ হাজার ৩৮৫টি, সহকারী অধ্যাপক ৩ হাজার ৩৬৫টি, সহযোগী অধ্যাপক ৪ হাজার ৩৫১টি ও প্রভাষক পদ ৩ হাজার ৪৯৬টি।
শূন্য পদের সংখ্যা ও নিয়োগ পরিকল্পনার জন্য মাঠপর্যায়ের তথ্য সংগ্রহে কাজ করেছেন ঢাকা আঞ্চলিক অফিসের পরিচালক অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। তিনি জানান, ইতোমধ্যে প্রতিবেদন পাঠানো হয়েছে মাউশিতে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন,‘সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে কাজ চলছে। প্রতি বছর বিবিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া পিএসসিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগে চাহিদা দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের সৃষ্টি হওয়া সরকারি কলেজ শিক্ষকদের পদায়ন-পদোন্নতি জটিলতা থেকে বেরিয়ে আসতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। পদায়নের মাধ্যমে সিনিয়র পদগুলো পূরণ করা হচ্ছে।’