রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বন্দ্বে জড়াচ্ছেন মহেশ-আল্লু অর্জুন

news-image

 

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়ক মহেশ বাবু ও আল্লু অর্জুন। অভিনয় ক্যারিয়ারে আল্লু অর্জুনের অগ্রজ মহেশ বাবু। ব্যক্তিগত জীবনে তাদের সম্পর্ক ভালো। কিন্তু সিনেমা মুক্তিকে সামনে রেখে এই দুই তারকা অভিনেতা দ্বন্দ্বে জড়িয়ে পড়তে যাচ্ছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

মহেশ অভিনীত ‘ভারত আনে নেনু’ সিনেমাটি ২০১৮ সালের ২৭ এপ্রিল মুক্তি পাবে বলে ঘোষণা দেয়া হয়েছে। অন্যদিকে আল্লু অর্জুন অভিনীত ‘না পেরু সুরিয়া’ সিনেমাটি আগামী বছর একই দিন মুক্তির কথা রয়েছে। আর এ নিয়ে বেশ সরগরম তেলেগু ইন্ডাস্ট্রি। শুরু হয়েছে মহেশ-আল্লুর দ্বন্দ্ব নিয়ে কানাঘুষা।

‘না পেরু সুরিয়া’ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একজন ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা আমাদের সিনেমা শুরুর দিনই মুক্তির তারিখ ঘোষণা করি। ২৭ এপ্রিল দিওয়ালির মতো কোনো বিশেষ দিনও নয়, তাই আমরা প্রত্যাশা করিনি একই দিন অন্য কোনো বড় সিনেমা মুক্তি পাবে।’

তিনি আরো বলেন, ‘‘না পেরু সুরিয়া’ প্রযোজকরা তাদের সিনেমা মুক্তির তারিখ পেছানোর কোনো পরিকল্পনা করছেন না। কারণ তারাই প্রথম মুক্তির তারিখ ঘোষণা করেন। প্রযোজক বলেন, ‘আমরা সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তন করব না। ২৭ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।’’

এ জাতীয় আরও খবর