মেয়ের সঙ্গে সাকিবের দুষ্টুমি (ভিডিও)
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে আছেন সাকিব আল হাসান। সেখানে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। সম্প্রতি টি-টোয়েন্টিতে স্বাগতিকদের বিপক্ষে হেরে যায় সাকিব বাহিনী। এমন কষ্টের মাঝে ফেইসবুকে মেয়ের সঙ্গে কাটানো দারুণ একটি ভিডিও শেয়ার করছেন এই অলরাউন্ডার।
ভিডিওতে দেখা যাচ্ছে, বাবাকে জাগাতে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন অব্রি। জেগে থাকলেও অব্রির ডাকে সাড়া দিচ্ছেন না তিনি। তার সঙ্গে সুন্দর দুষ্টুমিতে মেতে উঠেছেন সাকিব।
বাবা-মেয়ের দারুণ মুহূর্তের ভিডিওটি করেছেন সাকিবের স্ত্রী শিশির।
https://www.facebook.com/Shakib.Al.Hasan/videos/10159450347085394/