‘নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হবো না’
বিনোদন ডেস্ক : কারিনা কাপুর খান। বলিউডের এই তারকার চলতি সময়ে ব্যস্ততা চলছে তার পরিবার নিয়ে। কারণ ছেলে তৈমুর আলী খানকে নিয়ে এখন পুরোদমে ব্যস্ত তিনি। তাই ক্যামেরার সামনে ব্যস্ততা কমিয়ে ফেলেছেন অনেকটা। বছরে ১টির বেশি সিনেমায় অভিনয় করবেন না।
এই ঘোষণা দিয়েছেন বছরের শুরুতেই। কিন্তু এ সময়ে এসে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা দিলেন। তিনি নতুন কোনো ছবিতে আপাতত চুক্তিবদ্ধ হচ্ছেন না তিনি। আগামীবছরের মার্চের আগে নাকি নতুন কোনো কাজ শুরু করবেন না কারিনা।
এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘তৈমুরকে সময় দেওয়া জরুরি। তাই আপাতত কিছুদিন পর্দার বাইরে থাকতে চাই। এরমধ্যে অনেক সিনেমার প্রস্তাবই এসেছিল, কিন্তু না করে দিয়েছি। বলেছি আগামীবছরের মার্চ থেকে আবার কাজ শুরু করবো। তবে এরমধ্যে নিজের মধ্যে যতটুকু পরিবর্তন আনা দরকার তা আনবো।
ডিসেম্বরে তৈমুরের প্রথম জন্মদিন। এরইমধ্যে সেলিব্রেটি বনে যাওয়া তৈমুরের প্রথম জন্মদিনটা বেশ ঘটা করে করার ইচ্ছে আছে কারিনা কাপুর ও সাইফ আলী খানের। জন্মদিনে তৈমুরের সঙ্গে একটু বেশি সময় কাটাতে চাইছেন তিনি। তাই আপাতত নতুন কোনো ছবির কাজ হাতে নিচ্ছেন না কারিনা। বর্তমানে তিনি ব্যস্ত আছেন শশাঙ্ক ঘোষের ‘ভিরে দি ওয়েডিং’ ছবির শুটিং নিয়ে।