নাসিরনগরে একদিনে ৩ জনের মৃত্যু
আকতার হোসেন ভূঁইয়া ,নাসিরনগর : নাসিরনগরে একদিনে ৩ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে । লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুন্ডা গ্রামের কাঠ মিস্ত্রিরী হরিধন সাহাজী (৫৫) একেই গ্রামের হিরন মোল্লার বাড়িতে ঘরের কাজ করতে গিয়ে ওপর থেকে নিচে পড়ে মারা যায়। একই দিনে সন্ধ্যায় নাসিরপুর গ্রামের সায়েদ মিয়ার মেয়ে রাবিনা বেগম (১৪) ইঁদুরের ঔষধ খেয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে । অন্যদিকে গোয়ালনগর গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে সাবিনা বেগম (১৫) বৃহস্পতিবার রাতে পরিবারের অজান্তে কীটনাশক পানে আত্মহত্যা করে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পৃথক সুরহতাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে আসে। লাশ পোস্টমর্টেমের জন্য আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় পৃথক ইউডি মামলা দায়ের করা হয়েছে।