রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইনস্টাগ্রামে ‘বিতর্কিত’ ছবি পোস্ট করে ট্রোলড টুইঙ্কেল খান্না!

news-image

বিনোদন ডেস্ক : ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলিংয়ের শিকার হলেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘ভোগ’ ম্যাগাজিনের জন্য করা ফটোশ্যুটের একটি ছবি পোস্ট করেন এ অভিনেত্রী।

সেই ছবি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

ওই ছবিতে দেখা যায়, ছড়ানো ছেটানো অনেক বইয়ের উপরে বসে আছেন টুইঙ্কেল। এমনকী, তাঁর পাও প্রায় বইয়ের কাছাকাছি। যদিও তাঁর বইটি একটটি টুলের উপরে রাখা ছিল। কিন্তু ছবিটি দেখে টুইটারে অনেকে ভেবেছিলেন যে টুইঙ্কেল তাঁর পা রেখেছেন বইয়ের উপরে। আর তাতেই টুইঙ্কলের উপরে বেজায় চটেছেন অনেকে।

হিন্দু ধর্মে বইকে দেবী সরস্বতীর সঙ্গে তুলনা করা হয়। বইতে ভুল করেও পা লেগে গেলে সঙ্গে সঙ্গে তা মাথায় ঠেকিয়ে প্রণাম করা হয়। কারণ বই হল জ্ঞানের উৎস।

আর জ্ঞান ও বিদ্যার দেবী হলেন সরস্বতী। ‘‘নিজে লেখিকা হয়েও কীভাবে সেই বইয়ের উপরে বসেছেন তিনি?’’ —এই যুক্তিতেই একের পরে এক কমেন্ট পড়েছে টুইঙ্কলের ছবিটিতে।

একজন কমেন্ট করেছেন, ‘‘দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু তা বলে বইয়ের উপরে পা? একজন লেখিকাই যদি বইকে সম্মান না দেন, তা হলে আর কে দেবে!’’ এরকমই একের পরে এক কমেন্ট আসতে থাকে ‘মিসেস ফানি বোনস’ বইয়ের লেখিকার ছবিতে।

যদিও এর সদুত্তর দিতে পিছ-পা হননি অক্ষয়-পত্নী টুইঙ্কল। তিনি উত্তরে লিখেছেন, ‘‘আমার পা একটি টুলের উপরে রাখা, বইয়ের উপরে নয়। কারণ আমি চাই না, বইয়ের মলাটে ধুলো লাগুক। এ ছাড়া বইয়ের উপরে বসতে, বইয়ের পাশে ঘুমোতেও আমার কোনও সমস্যা নেই। এমনকী, নিয়মিত বই পড়তে কিছু বই আমার শৌচালয়ে রেখে দিতেও কোনও সমস্যা নেই। পুজো করলেই বিদ্যার দেবী আসেন না। বরং বই পড়লেই তিনি আপনার কাছে আসবেন। এই বইয়ের পোকার থেকে অনেক ভালবাসা ও হাসি নেবেন। ’’

এ জাতীয় আরও খবর