আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে মাছ পাচার
প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার একটি উপজেলার নাম আখাউড়া। দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী স্থলবন্দর হিসেবেও রয়েছে আখাউড়ার সুখ্যাতি।
প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, সিমেন্ট, ফার্নিচার ও প্লাস্টিক সামগ্রীসহ অন্তত ৪২টি পণ্য রফতানি হয়ে থাকে। তবে স্থলবন্দর দিয়ে ভারতে বৈধভাবে পণ্য রফতানি করা হলেও স্থলবন্দর সীমান্তের অবৈধ পথে ভারতের ত্রিপুরায় পাচার হচ্ছে ইলিশ আর বাংলাদেশে ঢুকছে ‘সর্বনাশা মাদক’।
অভিযোগ রয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ম্যানেজ করে প্রতিদিন ভারত থেকে সীমান্ত পথে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, গাঁজা, ফেনসিডিলসহ বিভন্ন মাদকদ্রব্য আখাউড়ায় প্রবেশ করছে। এসব মাদকদ্রব্য সিন্ডিকেটের মাধ্যমে ছড়িয়ে পড়ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভন্নস্থানে।
অন্যদিকে দীর্ঘদিন ধরে আখাউড়ার একটি সংঘবদ্ধ চোরাচালানকারী চক্র ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পাচার করে আসছে ইলিশ মাছ।
অনুসন্ধানে জানা যায়, এক সময় আখাউড়া স্থলবন্দর দিয়ে বৈধভাবে ভারতে প্রচুর পরিমাণে মাছ রফতানি করা হতো। এই রফতানির তালিকার শীর্ষে ছিল ইলিশ মাছ। কিন্তু, দেশে ইলিশের চাহিদার কথা চিন্তা করে সরকার ভারতে ইলিশ মাছ রফতারির উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এরপর থেকেই আখাউড়া উপজেলার নুরপুর গ্রামের হান্নান মেম্বারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চোরাচালানকারী চক্র ইলিশ মাছ পাচারে সক্রিয় হয়ে ওঠে। এই চক্রটি চাঁদপুর ও চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ইলিশ মাছ সংগ্রহ করে এবং রাতের আধাঁরে এসব ইলিশ মাছ আখাউড়া সীমান্তের ভুনবন, হীরাপুর, বাউতলা ও জয়নগর সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পাচার করে থাকে।
এসব ইলিশ মাছের বিনিময়ে ভারত থেকে প্রতিদিন আমদানি করা হচ্ছে মদ, গাঁজা, ফেন্সিডিল ও আঁতশবাজিসহ বিভিন্ন মাদকদ্রব্য।
অনুসন্ধানে আরো জানা যায়, পাচারকৃত এসব ইলিশ মাছ প্রথমে আগরতলার স্থানীয় বাজাগুলোতে এবং পরবর্তীতে পাইকারদের মাধ্যমে হাতবদল হয়ে রাজ্যের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ে। তবে আগরতলায় ইলিশ মাছের সহজলভ্যতা থাকলেও ব্রাহ্মণবাড়িয়া ও এর আশপাশ এলাকার বাজারগুলোতে সাধারণ ক্রেতারা ইলিশ মাছের দেখা খুব একটা পান না। এর ফলে ব্রাহ্মণবাড়িয়ার মাছের বাজারগুলোতে তীব্র আকার ধারণ করেছে ইলিশ মাছ সঙ্কট।
তবে বিজিবি সদস্যদেরকে ম্যানেজের বিষয়টি অস্বীকার করে ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল নজরুল ইসলাম বলেন, তিনি যোগদানের পর অভিযান চালিয়ে প্রচুর মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছেন। তবে আখাউড়া সীমান্ত দিয়ে ইলিশ মাছ পাচারের বিষয়টি তার জানা নেই উল্লেখ করে তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগীতার অনুরোধ জানান।
jagonews24.com