আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে মাছ পাচারকালে আটক ২
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে মাছ পাচারকালে দুই যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
আটক যুবকেরা হলো- মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগরের সাইদুল ইসলাম (২৫) ও মো: ইমরান (২৩)। এসময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন প্রজাতির ৪৫ কেজি মাছ জব্ধ করা হয়।
বিজিবি কর্ণেল বাজার ক্যাম্প সহকারী কমান্ডার নায়েক হুমায়ুন কবির বলেন, ভোর ৪টার সময় দুই যুবক ইটনা সীমান্ত দিয়ে মাছ নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে মাছ আটক করে। পরে আটককৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে মামলাসহ আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।