মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

খাকচাইলে প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে গেছে বসতঘর

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাকচাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে গেছে বসতঘর। আর এতে করে প্রায় ১ লক্ষ ২০ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ঘরের মালিক আছেম মিয়া। বুধবার রাতে এ ঘটনাঘটে। এ ঘটনায় চরম আতংকে দিন কাটছে পরিবারটি।
জানা গেছে, ওয়ারিশ মিয়া ৫ ছেলে। প্রথমে এক ছেলে মারা যান। বর্তমানে জীবিত রয়েছে হোসেন মিয়া, জজ মিয়া, আইয়ুব আলী ও আছেন মিয়া। দীর্ঘ ১৮ বছর আগে বড় মেঝ ভাই আইয়ুব মিয়া ও ছোট ভাই আছেম মিয়া কুয়েত যান। এরপর দুই ভাই মিলে টাকা উপার্জন করে দেশে সাড়ে ৬ কানি জমি ক্রয় করেন এবং বাড়িতে একতলা বিশিষ্ট একটি বিল্ডিং নির্মান করেন। প্রথমে দ্ ুভাইয়ের পরিবারের সদস্যরা এই বিল্ডিংএ ছিলেন। গত কয়েক বছর যাবত ছোট ভাই আছেম মিয়া বিদেশ থাকাতে তার স্ত্রী ঝরনা বাবার বাড়িতে থাকেন। গত দুই মাস আগে ছোট ভাই আসেম মিয়া কুয়েত থেকে বাড়িতে ফিরেন। এরপর বড় ভাই আইয়ুব মিয়াও দেশে ফিরে আসেন। গত ১৪ অক্টোবর ছোট ভাই বিল্ডিংয়ে থাকতে চাইলে বড় ভাই তা বাধা দেন এবং অন্য টিনসেডের ঘরে থাকতে বলেন।

তখন ছোট ভাই বিল্ডিংয়ে থাকতে চেষ্টা করলে তাকেও তার স্ত্রীকে মারধর করে। তাদের উদ্ধার করতে বড় ভাই হোসেন মিয়া ও জজ মিয়া এগিয়ে আসলে আইয়ুব মিয়া ও তার স্ত্রী চাইনা বেগমসহ আরো কয়েকজনকে নিয়ে তাদেরকেও মারধর করেন। পরে তাদের গুরুত্বর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আইয়ুব মিয়াও তার স্ত্রীকে আসামী করে একটি মামলা দায়ের করেন আছেন মিয়া। মামলায় পুলিশ আইয়ুব মিয়াকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেন। ২২ অক্টোবর জেল হাজত থেকে জামিনে বেরিয়ে উল্টো বড় ভাই আইযুব মিয়া তার ৩ ভাইয়ের ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এবং তাদের আবারো মারধর ও বাড়ি থেকে চলে যাওয়ার হুমকি দেয়। এরপর দিবাগত বুধবার রাত ২টায় আছেন মিয়ার টিন শেড ঘরে আগুন ধরিয়ে দেয়বলে অভিযোগ করেন তিনি। পরে নিজেরা ও স্থানীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রনে আসলে তারা প্রাণে বাচলেও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

আছেম মিয়ার বড় ভাই হোসেন মিয়ার মেয়ে তানিয়া বেগম অভিযোগ করে জানান, বুধবার রাত আনুমানিক ২টায় ঘর থেকে বের হয়ে দেখেন তাদের ঘরে আগুন জ্বলছে এবং আইয়ুব মিয়া ও তার স্ত্রী চাইনা ও হাসান মিয়া দৌড়ে পালিয়ে যায়। তাছাড়াও হুসেন মিয়া জামাই ওসমান মিয়া জানান, আইয়ুব মিয়া পক্ষের লোকজন তার মোবাইলে ফোন করে তাকে প্রাণ নাশের হুমকি দেন।
এদিকে আসেম মিয়ার স্ত্রী র্ঝনা বেগম অভিযোগ করে জানান, গত বুধবার রাতে আইয়ুব মিয়া, তার স্ত্রী চাইনা ও হাসান মিয়া তাদের ঘরে আগুন দেন । এতে করে তাদের ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান, এছাড়াও গত ১০-১২ দিন আগে রাতের বেলা আইয়ুব মিয়ার পক্ষের লোকজন র্ঝণা বেগম, তার ঝা ও বাসুরের উপর হামলা করে, এতে তারা গুরুত্বর ভাবে আহত হয়ে জেলা হাসপাতালে চিকিৎসা নেন। এদিকে, অভিযুক্ত আইয়ুব আলী এসব অভিযোগে বিষয়ে অস্বীকার করেন।

 

এ জাতীয় আরও খবর

ডিমের বাজার অস্থির করপোরেট তেলেসমাতিতে

চলতি মাসেই সর্বজনীন পেনশনের হিসাবে জমা হবে মুনাফা

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ বিচারকের সমন্বয়ে আইসিটি পুনর্গঠন, এ মাসেই বিচার কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

‘আগের চেয়ে ভালো’ বিপিএলের প্রতিশ্রুতি ফারুকের

এইচএসসির ফল: যেভাবে পাবেন নম্বরসহ মার্কশিট

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ

যে কারণে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ