বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিজেপি’র ভাগ্যপরীক্ষা, কংগ্রেসের স্বপ্ন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :নরেন্দ্র মোদী তথা ভারতের শাসকদল বিজেপি’র ভাগ্য নির্ধারণের আসল পরীক্ষা হবে বছর দেড়েক পর লোকসভা নির্বাচনে। তার আগে আগামী মাসে (নভেম্বর) অনুষ্ঠেয় গুজরাট নির্বাচন কার্যত সেমি-‌ফাইনাল। বিজেপির কাছে গুজরাটে জয় অব্যাহত রাখা মস্ত চ্যালেঞ্জ। অন্যদিকে, কংগ্রেস গুজরাটেই বিজেপি-কে কবর দেয়ার স্বপ্ন দেখছে।

‘‌গুজরাট মডেল”কে সামনে রেখেই‌ সাড়ে তিন বছর আগে ভারতের ক্ষমতায় এসেছিল বিজেপি। গুজরাটের রূপকার হিসেবে তুলে ধরা হয়েছিল সেই রাজ্যের তখনকার মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র দামোদর দাস মোদীকে।

আগামী মাসে সেই গুজরাটে বিধানসভা নির্বাচন। রাজ্যের শাসনভার কার ওপর বর্তাবে, নির্বাচনে তা নির্ধারণ করবেন গুজরাটের আম জনতা। কিন্তু এবার সম্ভবত ”গুজরাট মডেলের” ‌ফানুস ফুটো হয়ে গেছে। কেননা মোদী বা তাঁর দলের কেউই আর ভোট ভিক্ষা করতে গিয়ে গুজরাট মডেলের নামটিও বলছেন না।

এদিকে হিমাচল প্রদেশে নির্বাচনী তফসিল ঘোষণা করলেও গুজরাটে ভোটের দিন জানায়নি নির্বাচন কমিশন। এতেই সুবিধা পেয়ে গেছেন নরেন্দ্র মোদী এবং তাঁর দল বিজেপি। বেশ কয়েকদিন যাবত শুধু শিলান্যাস আর উদ্বোধন করে চলেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করা, যেটা পঞ্চায়েত ও পৌরসভার কাজ, তা-‌ই করতে হচ্ছে প্রধানমন্ত্রীকে! দেখা গেল, একটি স্কুলে গেছেন প্রধানমন্ত্রী, সেখানে ছাত্রছাত্রীরা মাটিতে বসে রয়েছে। ”নিন্দুকরা” প্রশ্ন তুলেছেন, তাহলে উন্নয়নটা কোথায় হয়েছে?‌

এভাবেই গুজরাট নির্বাচন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মোদী ও বিজেপি’র সামনে।

কী বলছেন বিরোধীরা

সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিম বলছেন, এবার গুজরাট থেকেই মোদীর পতন শুরু হতে চলেছে। গুজরাট থেকে শুরু, গুজরাট থেকেই শেষ হবে বিজেপি।

তাঁর কথায়, ‘‌‘‌২০০২ সালে গুজরাটে গণহত্যার পর থেকেই নরেন্দ্র মোদীর উত্থান। তাঁকেই প্রধানমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। পরে তিনি ক্লিনচিট পেয়ে গেছেন। এখন দেশের এমন অবস্থা যে, ব্যবসায়ী, সিনেমানির্মাতা, অভিনেতা, সাংবাদিক – যে কেউ সরকারের সমালোচনা করলেই শায়েস্তা করার চেষ্টা হচ্ছে, এমনকি খুন হতে হচ্ছে। এর পাশাপাশি সরকারআশ্রিতদের লুটের বন্দোবস্ত করে দেয়া হচ্ছে।’’

তবে সেলিম যা-‌ই বলুন না কেন, এই মুহূর্তে গোটা ভারতে নরেন্দ্র মোদী অথবা বিজেপি’‌র হাওয়া যে অনুকূলে বইছে না, সেটুকু বুঝতে কারোই তেমন অসুবিধা হচ্ছে না। আসলে মোদী সরকারের বিরুদ্ধে তিলে তিলে ক্ষোভ দানা বেঁধেছে সাধারণ মানুষের মনে। ‌বেকারত্ব, ধর্মীয় মেরুকরণের চেষ্টা, গো-‌রক্ষা বাহিনীর নামে নিরপরাধ মানুষকে পিটিয়ে খুন করা, আচমকা ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে সাধারণ মানুষকে অসহনীয় যন্ত্রণার মুখে ঠেলে দেয়া এবং পণ্য ও পরিষেবাকর চালু করা – এসব বিষয়কে ভালোভাবে নেয়নি দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। চটেছে ব্যবসায়ীদের একটা বড় অংশও। সরকারের তরফে বলা হয়েছিল, কালো টাকা শেষ হয়ে যাবে, দুর্নীতি বলে আর কিছু থাকবে না, সন্ত্রাসবাদ ধ্বংস হবে, উন্নতির শিখরে পৌঁছে যাবে দেশ। কিন্তু কোথায় কী! বিমূদ্রাকরণের এক বছর পূর্ণ হতে চলেছে। একাধিক সমীক্ষা এবং সরকারি হিসেবই বলছে, দেশের অর্থনীতি যেখানে ছিল, তার থেকে একচুলও অগ্রগতি হয়নি, বরং অধঃপতন হয়েছে।

সব মিলিয়ে সমস্ত ভারতবাসীর নজর আটকে রয়েছে গুজরাটের দিকে। ভোট ভিক্ষায় ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী মোদী থেকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কংগ্রেস সহ-‌সভাপতি রাহুল গান্ধী। তরতরিয়ে বাড়ছে রাজনৈতিক উষ্ণতার পারদ। ‌বিজেপি’র লক্ষ্য, কমপক্ষে ১১৫টি আসন।

টানা ২২ বছর ধরে গুজরাটে ক্ষমতা ধরে রাখার পরে বিজেপি এখন বুঝতে পারছে, এবারের পরিস্থিতি অন্য রকম। একে তো ‘‌পণ্য ও পরিষেবা কর’‌ নিয়ে চরম ক্ষুব্ধ রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা, যারা কিনা বিজেপির দীর্ঘদিনের ভোটব্যাঙ্ক। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ‌পণ্য ও পরিষেবা করে ছাড়সহ কিছু সুবিধা ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার। কিন্তু তাতেও অবস্থা বিশেষ বদলায়নি বলে বুঝতে পারছেন মোদী তথা বিজেপি নেতৃত্ব। তার ওপর এসবের মধ্যেই মোদী-অমিত শাহদের রক্তচাপ বাড়িয়ে অনগ্রসর শ্রেণীর জনপ্রিয় নেতা অল্পেশ ঠাকর কংগ্রেসে যোগ দিয়েছেন। সরাসরি কংগ্রেসে না গেলেও রাজ্যের সামাজিক আন্দোলনের আরও দুই প্রভাবশালী নেতা হার্দিক প্যাটেল এবং জিগ্নেশ মেবানিও বিজেপির বিরুদ্ধে মাঠে নামার কথা বলে চাপ বাড়িয়েছে শাসক দলের। সাম্প্রতিক একাধিক ভোটে বিজেপির হারও উৎসাহ যুগিয়েছে বিরোধীদের।

এই পরিস্থিতিতে ”উন্নয়নের তাসেই” বাজিমাত করতে মরিয়া বিজেপি। এ কাজে তাদের প্রথম এবং শেষ টেক্কাটি সেই নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্ব ভালোই জানেন, কোনোভাবে গুজরাটের ফল খারাপ হলে ২০১৯-এর লোকসভা ভোটের আগে কংগ্রেসসহ বিরোধীরা আরও অক্সিজেন পেয়ে যাবে। বিষয়টি বিলক্ষণ জানেন মোদী নিজেও। সে কারণেই দিল্লি ছেড়ে বারবার গুজরাট পাড়ি দিচ্ছেন তিনি। গত মাসে নিজের জন্মদিনে সর্দার সরোবর বাঁধের উদ্বোধনে ‘নর্মদে সর্বদে’ রণহুঙ্কার দিয়ে গুজরাট ভোটের ঢাকে কাঠি দিয়েছিলেন মোদী৷। তারপর থেকে বারবার দিল্লির রাজ্যপাট ছেড়ে ছুটে গিয়েছেন নিজের রাজ্য সামলাতে।

অনেকেই বলছেন, ‌পালাবদল হতে পারে। তবে দেখতে হবে, গুজরাটে বিরোধী দল (‌কংগ্রেস)‌ কতটা সংগঠিত, নির্বাচন কমিশন কতদূর পর্যন্ত নিরপেক্ষ থাকে এবং সরকারি কোষাগারের টাকা ব্যবহার করে শিলান্যাসের হিড়িক পড়েছে তার প্রভাব কতটা পড়ে। সেইসঙ্গে অবশ্যই গোটা দেশে সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে সংবাদমাধ্যমগুলোকে যেভাবে সরকার ও শাসক দলের অনুগত হতে বাধ্য করা হচ্ছে, জনগণের ওপর তার কতটা কুপ্রভাব পড়ে সেদিকেও নজর থাকবে সবার। সূত্র : ডিডাব্লিউ

এ জাতীয় আরও খবর

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভারতে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান: জামায়াত আমীর

নারী পুরুষের চুলের যত্নে লেবু

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

তপু খানের ‘মমতা’য় জোভান-সাদিয়া

হ্যারিকেন মিল্টনের ভেতর বিমান নিয়ে বিজ্ঞানীরা

দেশ ছেড়েছেন সব উপদেষ্টা, সোর্স: চালাই দেন

আমরা খুব স্বস্তি অনুভব করছি: স্কয়ারের সিইও তপন চৌধুরী

ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ মামলা

দেশে ৩ কোটিরও বেশি মানুষের মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন