দুবাইয়ে প্রেমিকা মালাইকার সঙ্গে অর্জুনের পার্টি
বিনোদন ডেস্ক : দুবাইয়ে নিজের ৪৪ তম জন্মদিন পালনে সময় কাটছে বলিউড তারকা মালাইকা আরোরা খানের। এ বছর ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় ছিলেন তিনি।
স্বামীর আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্যের আনুষ্ঠানিক অবসান হয়েছে।
এখন মালাইকা নিজেকেই নিয়েই ব্যস্ত। আরবাজ-মালাইকার বিচ্ছেদের পেছনের সবচেয়ে আলোচিত নাম অর্জুন কাপুর। মালাইকার চেয়ে তিনি প্রায় ১১ বছরের ছোট। বলিউডের তরুণ এ অভিনেতার প্রেমের পড়েই নাকি আরবাজকে ছাড়েন মালাইকা।
কিন্তু ইদানিং আর মালাইকা-অর্জুনকে একসঙ্গে দেখা যায়নি। অনেকেই ধারণা করছিলেন মালাইকা-অর্জুনের সেই সম্পর্কটা আর নেই। কিন্তু সত্যিটা ভিন্ন। প্রেমিকার জন্মদিন পালনে গোপনে দুবাইয়ে উড়ে গেছেন অর্জুন।
সেখানে একসঙ্গেই পার্টি করেছেন তারা।