নাসিরনগরে ন্যাশনাল লাইফ জনবীমার মূত্যুর দাবী চেক হস্তান্তর
আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমা নাসিরনগর উপজেলার চাতলপাড়-২০০ ব্লকের উদ্যোগে চাতলপাড় চকবাজার কার্যালয়ে নমিনী সুরুজ মিয়ার হাতে ৪৫৩৩৫ হাজার টাকার মুত্যুর দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল আহাদ গ্রাহক মরহুম রহিমা খাতুনের মনোনীত নোয়াগাঁও গ্রামের স্বামী সুরুজ মিয়ার কাছে চেক হস্তান্তর করেন।
এসময় ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড জনবীমা নাসিরনগর বিকেন্দ্রীক জেলার জেলা কো-অর্ডিনেটর সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,ইউপি সদস্য রমজান মিয়া, ইউপি সদস্য হাজ্বী হাবিবুর রহমান,সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া,ব্যবসায়ী রতন মিয়া,ইসলাম উদ্দিন, রুকন উদ্দিন,ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বাবুল মিয়া, বীমা কর্মকর্তা জহিরুল ইসলাম,জাহাঙ্গীর আলম,খোকন সূত্রধর,হালিমা বেগম,দীনবন্ধুসহ অফিসের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ।