ইমরানকে গ্রেফতারে পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গণজাগরণ মঞ্চের (একাংশ) মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছাবিদুল ইসলাম এ গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।
আজ মামলার অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু ইমরান আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।
বাদীপক্ষের আইনজীবী নোমান হোসেন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।