মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

১০ মাসেই ৫০ বার মালয়েশিয়া ভ্রমণ!

news-image

নিউজ ডেস্ক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করে ৮টি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মালয়েশিয়াফেরত ওই যাত্রী পায়ুপথে ওই স্বর্ণবার নিয়ে এসেছিলেন।

মোশারফ হোসেন নামের ওই যাত্রী মুন্সীগঞ্জের সিরাজদীখানের মতিউর রাহমান বেপারীর ছেলে। তার কাছ থেকে জব্দকৃত স্বর্ণবারের প্রতিটির ওজন ১০০ গ্রাম; যার বাজারমূল্য ৪০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, মোশারফের পাসপোর্ট পরীক্ষায় দেখা যায়, চলতি বছরেই তিনি ৫০ বার কুয়ালালামপুর ভ্রমণ করেছেন। তবে প্রতিবারই তিনি স্বর্ণ বহন করেছিলেন কি-না তা জানার চেষ্টা চলছে।

তারা আরও জানান, সকাল সাড়ে ৬টায় মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের ‘বিজি ০৮৭’ ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন মোশারফ হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় তাকে চ্যালেঞ্জ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন তিনি। তবে তার চোখে কালো দাগ ও চলাচলে অস্বাভাবিকতা লক্ষ্য করে সন্দেহ আরও বাড়ে। তবে কোনোভাবেই তার কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করছিলেন না মোশারফ।

মালয়েশিয়াফেরত মোশারফকে এক্সরে করে তলপেটে স্বর্ণবারের অস্তিত্ব ধরা পড়ে—শুল্ক গোয়েন্দা বিভাগ

এ ব্যপারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, ‘ওই যাত্রীর (মোশারফ) শরীরে স্বর্ণবার থাকার ব্যাপারে গোয়েন্দাদের কাছে নিশ্চিত তথ্য থাকায় জিজ্ঞাসাবাদ করতে থাকেন কর্মকর্তারা। একপর্যায়ে আর্চওয়ে মেশিনে হাঁটিয়ে তার শরীরে স্বর্ণবার থাকার ব্যাপারটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়। তারপর উত্তরার একটি হাসপাতালে নিয়ে ওই যাত্রীকে এক্সরে করানো হয়। এ সময় তার তলপেটে স্বর্ণবার থাকার বিষয়টি ধরা পড়ে।’

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, এরপর মোশারফকে বিমানবন্দর এনে শরীর থেকে স্বর্ণ বের করার চেষ্টা শুরু হয়। তাকে কলা ও প্যাকেট জুস খেতে দেয়া হয়। আরও দেয়া হয় লুঙ্গি। একপর্যায়ে লুঙ্গি পরে শুল্ক গোয়েন্দাদের উপস্থিতিতে টয়লেটে গিয়ে তিনি বিশেষ কায়দায় পায়ুপথ দিয়ে ৭টি স্বর্ণবার বের করে আনেন। পরে তার মানিব্যাগে আরও একটিসহ ৮টি স্বর্ণবার পাওয়া যায়। এবারে স্বর্ণবারগুলোতে কোন প্যাকেজিং ছিল না।

নজরদারির হাত থেকে বাঁচার জন্য তিনি এই ঝুঁকিপূর্ণ পদ্ধতি গ্রহণ করেন বলে শুল্ক গোয়েন্দাদের জানান। চোরাচালানের দায়ে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডিমের বাজার অস্থির করপোরেট তেলেসমাতিতে

চলতি মাসেই সর্বজনীন পেনশনের হিসাবে জমা হবে মুনাফা

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ বিচারকের সমন্বয়ে আইসিটি পুনর্গঠন, এ মাসেই বিচার কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

‘আগের চেয়ে ভালো’ বিপিএলের প্রতিশ্রুতি ফারুকের

এইচএসসির ফল: যেভাবে পাবেন নম্বরসহ মার্কশিট

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ

যে কারণে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ