বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ও এসকফসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক-নির্দেশনায় এএসআই/আবু আহমেদ সুজন, এএসআই/গোলাম সরোওয়ার সঙ্গীয় ফোর্সসহ ২৪/১০/১৭ইং তারিখ দিনগত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। শিপা বেগম (২৭), স্বামী-জিয়ামিন প্রঃ জিয়া, সাং-শেরপুর, বর্তমানে মধ্যপাড়া, হুমায়ুন কবির স্কুলের সামনে জামাল মাষ্টারের বাড়ি, ২। মোফাজ্জল (২০), পিতা-চাঁন মিয়া, সাং-সিঙ্গারগঞ্জ, থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহ বর্তমানে কাউতলী, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া ৩। মোঃ গিয়াস (৩০), পিতা-ধন মিয়া, সাং-সরকারপাড়া, জলিল মিয়ার বাড়ি, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭৭ (সাতাত্তুর) বোতল এসকফ সহ অত্র থানাধীন পৌরসভাস্থ মধ্যপাড়া হুমায়ুন কবির স্কুল সংলগ্ন পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। উক্ত মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট এবং এসকফ সিরাপ) উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর