বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘‘হোমনা মানে এম কে আনোয়ার-এম কে আনোয়ার মানে হোমনা’’ : ড.খন্দকার মোশাররফ হোসেন

news-image

ফয়সল আহমেদ খান, হোমনা (কুমিল্লা) থেকে ফিরে : হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার বিশাল মাঠ।পশ্চিমে খাদিজা মেমোরিয়াল স্কুল।উত্তরে উপজেলা প্রশাসনিক এরিয়া।দক্ষিণ-পূর্বদিকে আন্ত:জেলা সড়ক।যে প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ করা হলো তার মধ্যে উপজেলা প্রশাসন ব্যতিত সবগুলোই হোমনার কৃতি সন্তান সদ্য প্রয়াত এম কে আনোয়ার করেছেন।সেই মাঠে আজ নেমেছিলো মানুষের ঢল।কেউ এসেছেন নৌকায়,কেউ ট্রলারে,কেউ ট্রাক,সিএনজি,বাসে-রিক্সায়।

কুমিল্লার হোমনা উপজেলা সদরে আজ হয়ে গেলো সাবেক দু বারের মন্ত্রী,৫ দফা নির্বাচিত এমপি,সাবেক মন্ত্রী পরিষদ সচীব হোমনার প্রিয়মুখ এম কে আনোয়ারের জানাযা আজ বাদ আসর জানাযা অনুষ্ঠিত হয়।এর আগে বেলা ৩ টায় পাশর্^বর্তী উপজেলা তিতাসে আরেক দফা জানাযা সম্পন্ন হয়েছে।তিনি গত ২৩ অক্টোবর দিবাগত রাত দেড়টায় বার্ধ্যকজনিত কারনে মারা যান।
জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেন আজ লাখ-লাখ মানুষের জানাযায় অংশ গ্রহন দেখে আবারো এম কে আনোয়ার প্রমাণ করলেন তিনি কতো বড় নেতা ছিলেন।সারা দেশে হোমনা পরিচিত হয়,-হোমনা মানে এম কে আনোয়ার,এম কে আনোয়ার মানে হোমনা।

কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন-‘এমন সোনার টুকরো মানুষকে হারিয়ে হোমনা-তিতাস-মেঘনা তথা সারা বাংলার জাতীয়তাবাদী দলের মেধাবী অনুসারীরা আজ অভিভাবকহীন হয়ে পড়লো।কষ্ট হচ্ছে এই ভেবে যে-তিনি মৃর্তূকালে বর্তমান সরকারের আমলে দায়ের করা বেশ কয়েকটি মিথ্যা মামলার বোঝা সাথে নিয়ে গেলেন।’

তিতাস হোমনার এমপি আমীর হোসেন,অধ্যাপক আ.মজিদ,জাহাঙ্গীর আলম সরকার, বিএনপি কেন্দ্রীয় নেতা ও বাঞ্ছারামপুর উপজেলার সম্ভাব্য এমপি প্রার্থী কৃষিবিদ মেহেদী হাসান পলাশ,বিএনপির নির্বাহী পরিষদের সদস্য রফিক শিকদারসহ মরহুমের নামাজে জানাযায় দেশের অসংখ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ করে বৃহত্তর কুমিল্লার সব অঞ্চল থেকে অংশ নেন। মরহুমের বড় ছেলে যিনি আজই আমেরিকা থেকে দেশে আসেন সেই মাহমুদ আনোয়ার পিতার আত্বার শান্তি কামনায় সবার কাছে দোয়া চান।

এ জাতীয় আরও খবর

স্টেকহোল্ডারদের মতামতের পর চূড়ান্ত সুপারিশ

১১ কোটি নাগরিকের তথ্য চুরি, জয় ও পলকসহ ১৯ জনের নামে মামলা

শুটিংয়ের মাঝে পালিয়ে পাহাড়ে কার কাছে ছুটে যেতেন মধুমিতা

‘বুড়ির লজ্জা নেই’— বলে আক্রমণ ঋতুপর্ণাকে

আমাকে মোয়া বানানো হচ্ছে, অজ্ঞাত স্থান থেকে বললেন সেই হারুন

ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ সাকিবের

টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভারতে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান: জামায়াত আমীর

নারী পুরুষের চুলের যত্নে লেবু