মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চাকরি পেলেন রূপার বোন পপি

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানিতে চাকরি পেলেন টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যার শিকার রূপার ছোট বোন পপি খাতুন।

রাজধানীর তেজগাঁওয়ে মঙ্গলবার কোম্পানির সদর দফতরে ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মো. এহসানুল কবির জগলুল অফিস সহকারী পদে এ নিয়োগপত্র পপির হাতে তুলে দেন।
এ সময় রূপার বড় ভাই হাফিজুল ইসলাম, কোম্পানির মহাব্যবস্থাপক মোহাম্মদ সেলিম ও উপমহাব্যবস্থাপক মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, রূপার মৃত্যুর পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মাদ নাসিম রূপার বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে ছোট বোন পপিকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এ নিয়োগপত্র দেয়া হলো।

এদিকে আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, স্বাস্থ্যমন্ত্রীর উদারতায় ও মহানুভবতায় রূপার মা হাসনা হেনা (৬৩) পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়ে হারানোর বেদনা মুছে দিতে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেয়া হয়েছে তাতে আমরা অভিভূত। এ সময় তিনি পরিবারের পক্ষ থেকে আবারও দ্রুত বিচার আইনে রূপা হত্যার বিচার দাবি করে তার জীবদ্দশায় হত্যাকারীদের বিচার দেখে যেতে চান।

রূপার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে।তারা তিন বোন, দুই ভাই। গত ২৫ আগস্ট টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার শিকার হন রূপা খাতুন।

গত ১ সেপ্টেম্বর রূপার পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে আয়োজিত স্মরণ এবং শোকসভায় যোগদান করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম তার বোনকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ডিমের বাজার অস্থির করপোরেট তেলেসমাতিতে

চলতি মাসেই সর্বজনীন পেনশনের হিসাবে জমা হবে মুনাফা

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ বিচারকের সমন্বয়ে আইসিটি পুনর্গঠন, এ মাসেই বিচার কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

‘আগের চেয়ে ভালো’ বিপিএলের প্রতিশ্রুতি ফারুকের

এইচএসসির ফল: যেভাবে পাবেন নম্বরসহ মার্কশিট

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ

যে কারণে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ