বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফাইনালের লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল-ইংল্যান্ড

news-image

রের মাঠে বিশ্বকাপের স্বাদ নিতে পারেনি নেইমার-সিলভারা। তবে ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ দলের লিংকন ও পলিনহোরা সিনিয়রদের হতাশা মুছে দিতে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। শেষ চারের ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তিন বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫.৩০ মিনিটে।

ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গুয়াহাটিতে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে। তবে কোয়ার্টার ফাইনালের আগের রাত থেকে টানা প্রায় ৪০ ঘণ্টার বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় আবার কলকাতাতে সেমিফাইনাল স্থানান্তরিত হয়। ফলে সোমবার সকালের কলকাতা থেকে গুয়াহাটি গিয়ে আবার মাঝরাতে ফের কলকাতায় প্রত্যাবর্তন করে ব্রাজিল দল।

তবে ব্রাজিল শিবিরে তা নিয়ে কোন ক্ষোভ নেই। মঙ্গলবার বিকেলে যুবভারতীতে সাংবাদিকদের ব্রাজিল কোচ বললেন, ‘বিশ্বকাপে খেলার চেয়ে কোনও কিছুই গুরুত্বপূর্ণ নয় আমার কাছে। কী হয়েছে, তা নিয়ে ভাবছি না।’

brazil

দশ বছর আগে এই ইংল্যান্ডের বিপক্ষে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। তাই এ ম্যাচটি তাদের জন্য প্রতিশোধেরও। এ নিয়ে ব্রাজিল কোচ জানান, ‘দশ বছর আগে কি হয়েছিল তা আমরা ভাবছি না। আমরা এ ম্যাচে সুন্দর ফুটবল খেলতে চাই। কারণ, সেটাই ব্রাজিলের ঐতিহ্য। বিশ্বকাপ হোক বা ফ্রেন্ডলি, আমরা সব ম্যাচে একই মানসিকতা নিয়ে নামি।’

এদিকে প্রতিপক্ষ ইংল্যান্ডকে শক্তিশালী দল হিসেবে উল্লেখ করে ব্রাজিল যুব দলের কোচ আরও বলেছেন, ‘ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত ভালো ফুটবল খেলে এসেছে। তবে আমার ছেলেরা কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে। এতে করে তাদের মনোবল এখন আগের চেয়ে ভালো। আশা করি আমার দল সেমিফাইনালেও ভালো ফুটবল খেলবে।’

brazil

ব্রাজিলকেও কোন প্রকার ছাড় দিতে নারাজ ইংলিশরা। ইংল্যান্ড কোচ স্টিভ কুপার বলেন, ‘ব্রাজিল দুর্দান্ত দল সবাই জানে। জার্মানির বিরুদ্ধে পিছিয়ে পড়েও জিতেছে। কিন্তু ওদের আমরা ভয় পাচ্ছি না। বরং ব্রাজিলের কিছু ফাঁকফোকর নজরে পড়েছে। তাই খুব বেশি চিন্তিত নই। কারণ ব্রাজিলের সঙ্গে আমাদের দলের শক্তি, গতি বা ট্যাকটিক্সে খুব একটা ফারাক নেই।’

এখন দেখার বিষয় মাঠে লড়াইয়ে কে জেতে। আর তার জন্য অপেক্ষা করতে হবে বিকেল পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

স্টেকহোল্ডারদের মতামতের পর চূড়ান্ত সুপারিশ

১১ কোটি নাগরিকের তথ্য চুরি, জয় ও পলকসহ ১৯ জনের নামে মামলা

শুটিংয়ের মাঝে পালিয়ে পাহাড়ে কার কাছে ছুটে যেতেন মধুমিতা

‘বুড়ির লজ্জা নেই’— বলে আক্রমণ ঋতুপর্ণাকে

আমাকে মোয়া বানানো হচ্ছে, অজ্ঞাত স্থান থেকে বললেন সেই হারুন

ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ সাকিবের

টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভারতে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান: জামায়াত আমীর

নারী পুরুষের চুলের যত্নে লেবু