রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের ছয়টি রাইজার জব্দ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণঘাট এলাকায় অভিযান চালিয়ে গ্যাসের ছয়টি রাইজার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ হোসেন জানান, অভিযানে শহরের গোর্কণঘাট এলাকায় গ্যাস সংযোগ অবৈধ হিসেবে চিহ্নিত হয়। পরে গ্যাস আইন ২০১০ ধারার আত্ততায় এসব অবৈধ গ্যাস সংযোগের ছয়টি রাইজার জব্দ করা হয়েছে। আমাদের এই অভিযান ধারাবাহিক ভাবে অব্যহত থাকবে। অভিযান চলাকালে ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক বিক্রয় মোঃ আবু জাফর সহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর