ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের মিছিলে বাধা, পুলিশের গুলিতে জেলা যুবদল আহবায়ক গুলিবিদ্ধ, আটক দুই
ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল-ছাত্রদল এর বিক্ষোভ মিছিলে পুলিশ বাধায় পন্ড হয়ে গেছে। এ সময় পুলিশের গুলিতে জেলা যুবদলের আহবায়ক মনির হোসেন গুলিবিদ্ধ হয়। তার শরীরে অন্তত ৬টি গুলির চিহ্ন রয়েছে । পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীরা, বিকেল সাড়ে ৪টায় শহরের পাওয়ার হাউজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কে প্রবেশ করার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাধা প্রদান করে ও কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিতে জেলা যুবদলের আহবায়ক মনির হোসেনের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এসময় অন্তত ৩ জন আহত হয়। পুলিশ রাব্বি ও সুমন নামে দুই যুবদল কর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে বিএনপি ও অংগ সংগঠন নেতাকর্মীরা পাওয়ার হাওজ রোডে বিক্ষোভ করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন আটকের কথা স্বীকার করলেও গুলি বর্ষনের কথা অস্বীকার করেন।