জেএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জেএসসি পরীক্ষা। একই দিনে শুরু হবে জেডিসি পরীক্ষা। শেষ হবে ১৮ নভেম্বর।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি জেএসসি এবং মাদরাসা বোর্ড জেডিসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে।
জেএসসি-জেডিসির সবগুলো পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে।