রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এবার সালমানের ছবির নাম ‘ভারত’

news-image

বিনোদন ডেস্ক : স্বাভাবিকভাবে প্রতিবছর ঈদে বলিউড সুপারস্টার সালমান খানের অন্তত একটি ছবি মুক্তি পায়। গত বেশ কয়েক বছর ধরে এমনটাই চলে আসছে।

২০১৪ সালে মুক্তি পাওয়া কোরিয়ান ছবি ‘ওড টু মাই ফাদার’ এর অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সালমান খানের পরবর্তী ছবি।

বজরঙ্গি ভাইজান, সুলতান ও টিউবলাইট-এর পর এবার সালমানের ছবির নাম রাখা হয়েছে ‘ভারত’। ছবিটি পরিচালনা করবের আলি আব্বাস জাফর। ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালের ঈদে বলে জানিয়েছে জি-নিউজ।

ছবির পরিচালক ও প্রযোজকের ভাষ্য মতে মতে, ‘ভারত’ ছবিটি নায়কের ভূমিকায় থাকবেন সালমান খান । অন্য একটি ছবি থেকে অনুপ্রেরিত হলেও, ছবির গল্প একটা দেশের পাশাপাশি এক ব্যক্তির জীবনের গল্প উঠে আসবে।

এ জাতীয় আরও খবর